For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'চৌকিদার চোর হ্যায়' বলায় সুপ্রিম কোর্টে নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য হলেন রাহুল গান্ধী

চৌকিদার চোর হ্যায় বিতর্কে এবার সুপ্রিম কোর্টে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ক্ষমা চাইতেই হল।

  • |
Google Oneindia Bengali News

চৌকিদার চোর হ্যায় বিতর্কে এবার সুপ্রিম কোর্টে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ক্ষমা চাইতেই হল। এই বিতর্কে এর আগে তিনি সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে নিজের বক্তব্য জানিয়েছিলেন। সেখানে তিনি নিজেকে 'অনুতপ্ত' বলে দাবি করেন। তবে ক্ষমা চাননি। যা নিয়ে বিজেপি সুপ্রিম কোর্টে আবেদন জানায়। তারপরই এই ঘটনা ঘটেছে। যা কংগ্রেসকে বিব্রত করবে সন্দেহ নেই।

নিঃশর্ত ক্ষমা চাইলেন রাহুল

নিঃশর্ত ক্ষমা চাইলেন রাহুল

এরপরে সুপ্রিম কোর্টে নতুন করে হলফনামা দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন রাহুল গান্ধী। রাফালে যুদ্ধবিমান মামলায় বিতর্কের পর সুপ্রিম কোর্টের রায়কে বিকৃত করে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চোর বলে সম্বোধন করেন বলে অভইযোগ। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। তিনি বলেন, সুপ্রিম কোর্টও মোদীকে চোর আখ্যা দিয়েছে তা রায়ে প্রমাণ হয়ে গিয়েছে।

রাহুলের বিরুদ্ধে মামলা

রাহুলের বিরুদ্ধে মামলা

তারপরই মামলা হয় রাহুলের বিরুদ্ধে। এই নিয়ে ফের একবার রাহুলকে হলফনামা দিতে হল সুপ্রিম কোর্টে। বিজেপি নেত্রী মীনাক্ষী রাহুলের চৌকিদারের পর আদালত অবমাননার মামলা দায়ের করেন। তিনি বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ বিকৃত করে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন রাহুল। বিতর্ক তৈরি করছেন। তারপরই হলফনামা জমা দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন রাহুল।

[আরও পড়ুন:নজিরবিহীন! পশ্চিম ত্রিপুরার ১৬৮টি বুথে পুনর্গণনার নির্দেশ কমিশনের][আরও পড়ুন:নজিরবিহীন! পশ্চিম ত্রিপুরার ১৬৮টি বুথে পুনর্গণনার নির্দেশ কমিশনের]

অনুতপ্ত নন ক্ষমাপ্রার্থী

অনুতপ্ত নন ক্ষমাপ্রার্থী

তবে এর আগে সুপ্রিম কোর্টে পেশ করা হলফনামায় ক্ষমা না চেয়ে রাহুল নিজেকে অনুতপ্ত বলে ব্যাখ্যা করেছিলেন। যা নিয়ে বিতর্ক তৈরি হয় এবং শেষ অবধি রাহুলকে নিঃশর্ত ক্ষমা চাইতে হল শীর্ষ আদালতে।

[আরও পড়ুন: দিলীপ ঘোষের কনভয়ে হামলা শুভেন্দু-গড়ে, রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন][আরও পড়ুন: দিলীপ ঘোষের কনভয়ে হামলা শুভেন্দু-গড়ে, রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন]

English summary
Rahul Gandhi's 'unconditional apology' to Supreme Court over 'Chowkidar Chor Hai' remark
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X