For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছত্তিশগড় ও রাজস্থানের কৃষি ঋণ মকুব নিয়ে কী বললেন রাহুল গান্ধী

সাংবাদিকদের প্রশ্নের সামনেও বেশ আত্মবিশ্বাসী দেখাল রাহুলকে।

  • |
Google Oneindia Bengali News

মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই মাত্র ২ ঘণ্টার মধ্যে কৃষকদের ঋণ মকুবের ফাইলে সই করেছেন কমলনাথ। দায়িত্ব পাওয়ার পরে প্রথম কাজটাই সেটা করেছেন তিনি। কংগ্রেস সভাপতি হিসাবে রাহুল গান্ধী নির্বাচনী প্রচারে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটাকেই রক্ষা করেছেন কমলনাথ। যা নিয়ে সারা পড়ে গিয়েছে।

ছত্তিশগড় ও রাজস্থানের কৃষি ঋণ মকুব নিয়ে কী বললেন রাহুল গান্ধী

এই ঘটনার পর সাংবাদিকদের প্রশ্নের সামনেও বেশ আত্মবিশ্বাসী দেখাল রাহুলকে। সংসদে প্রবেশের মুখে এক সাংবাদিক রাহুলকে জিজ্ঞাসা করলেন, ছত্তিশগড় ও রাজস্থানের কৃষি ঋণ মকুব নিয়ে কিছু বলবেন কিনা! রাহুল সঙ্গে সঙ্গে জানান, 'দেখলেন আপনি। কাজ শুরু হয়ে গিয়েছে।' অর্থাৎ কংগ্রেস যে প্রতিশ্রুতি রক্ষা করতে দেরি করেনি তা বুঝিয়ে দিয়েছেন রাহুল। পাশাপাশি এটাও বুঝিয়ে দিয়েছেন যে বাকী দুই রাজ্যেও কাজ হয়ে যাবে সময়ের আগেই।

মধ্যপ্রদেশের পাশাপাশি রাজস্থান ও ছত্তিশগড়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস। এই দুই রাজ্যেও ক্ষমতায় এলে কৃষি ঋণ মকুবের কথা প্রচারের সময়ে প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন রাহুল গান্ধী। ফলে মধ্যপ্রদেশে কমলনাথ ২ লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব করার সিদ্ধান্ত ঘোষণার পরে রাহুলের প্রতিক্রিয়া ছিল। একটা হয়েছে। আরও ২টো বাকী রয়েছে।

মধ্যপ্রদেশে ৪১ লক্ষ কৃষকের ৫৬ হাজার ৩৭৭ কোটি টাকার ঋণ রয়েছে। এছাড়া 'নন পারফর্মিং অ্যাসেট' রয়েছে ১২ হাজার কোটি টাকার। আর সরকারের বাজেট ২০১৮-১৯ বর্ষে রয়েছে ১৮,৩৬৬ কোটি টাকা। সেখান থেকেই ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মকুব করা হয়েছে।

English summary
Rahul Gandhi's reaction when asked on loan waivers by Chhattisgarh and Madhya Pradesh govts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X