For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয়ললিতাকে ঠাকুমা ইন্দিরার আসনে বসালেন রাহুল ! হতবাক কংগ্রেস নেতৃত্ব

ফের মুখ ফস্কে ভুল বললেন রাহুল গান্ধী, ইন্দিরা গান্ধীর নাম নিতে গিয়ে ভুল করে জয়ললিতার নাম নিয়ে বসলেন রাহুল।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

ফের মুখ ফস্কাল কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর। এবার ঠাকুমা ইন্দিরা গান্ধীর নাম নিতে গিয়ে ভুল করে জয়ললিতার নাম নিয়ে বসলেন রাহুল। কর্নাটকে ঠাকুমার নামে ক্যান্টিনের উদ্বোধন করলেও ইন্দিরা ক্যান্টিনের জায়গায় আম্মা ক্যান্টিন বেরিয়ে গেল তাঁর মুখ থেকে। উল্লেখ্য, তামিলনাড়ু জুড়েই আম্মা ক্যান্টিন চালু করেছিলেন প্রয়াত জয়ললিতা।

বুধবারই গরীব ও নিম্নবিত্তদের জন্য় নাম খরচে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করতে ইন্দিরা ক্যান্টিনের উদ্বোধন করলেন রাহুল গান্ধী। বেঙ্গালুরু সহ কর্নাটকের বিভিন্ন জায়গায় এই ইন্দিরা ক্যান্টিন চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু বুধবার ইন্দিরা ক্যান্টিনের উদ্বোধনের পর রাহুল বলেন, 'সিদ্দারামাইয়া সরকারের কর্নাটকের কোনও মানুষ পেটে ক্ষিধে নিয়ে রাতে ঘুমোবে না। এটাই লক্ষ্য আম্মা...ইন্দিরা ক্যান্টিনের।'

শুধু একবারই, ইন্দিরা ক্যান্টিন সম্পর্কে বলতে গিয়ে বারবার ভুল বলেছেন রাহুল। কর্নাটক ভুলে কখনও বলেছেন শীঘ্রই বেঙ্গালুরুর সমস্ত শহরে ইন্দিরা ক্যান্টিন হবে। আবার কখনও ক্যান্টিনকে ভুল করে ক্যাম্পেন বলে ফেলেছেন তিনি।

ইন্দিরা ক্যান্টিন ৫ টাকায় জলখাবার ও ১০ টাকা খরচ করলেই দুপুর বা রাতের খাবার পাওয়া যাবে। তবে কর্নাটকের কংগ্রেস সরকারকে আরও মজবুত করতে ইন্দিরা ক্যান্টিন চালু করা হলেও, এই ক্যান্টিন খোলা নিয়ে বেশ কয়েক জায়গায় আপত্তিও তুলেছেন সাধারণ মানুষ। কোথাও পার্কের মধ্যে ক্য়ান্টিন করা নিয়ে আপত্তি, আবার কোথাও মন্দিরের পাশে থাকায় আপত্তি, এমনকী ফেলে দেওয়া খাবার নিয়ে অস্বস্তিতে পড়েছে বেঙ্গালুরু পুরসভা।

[আরও পড়ুন: 'নিখোঁজ' সনিয়া, সন্ধান দিতে পারলেই পুরস্কার][আরও পড়ুন: 'নিখোঁজ' সনিয়া, সন্ধান দিতে পারলেই পুরস্কার]

English summary
Rahul Gandhi made mistake again, he call indira canteen as amma canteen.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X