For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর চাটুকারিতায় পেট্রোপণ্যের বাজার আগুন, দুই সরকারের তুলনা টেনে দেখালেন রাহুল

ইউপিএ সরকারের আমলে দেশের অর্থনীতির ভরাডুবি হয়েছে বলে কটাক্ষ করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই মোদীর আমলের অর্থনীতির হালহকিকৎ তুলে ধরে আক্রমণ শানাল কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে দেশের অর্থনীতির ভরাডুবি হয়েছে বলে কটাক্ষ করেছিলেন বর্তমান এনডিএ তথা বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই মোদীর আমলের অর্থনীতির হালহকিকৎ তুলে ধরে আক্রমণ শানাল কংগ্রেস। 'নামদার' প্রধানমন্ত্রীর আমলে দেশে টাকার দামের পতন আর পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বহর দেখিয়ে কংগ্রেস নামল টুইট-যুদ্ধে।

একদা 'মৌনীমোহন' নামে তাঁকে কটাক্ষ করেছিল বিজেপি। সেই মনমোহন সিং 'নীরব' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা দিলেন। দাবি তুললেন, এই সরকারের পতনের সময় এসে গিয়েছে। এবার কেন্দ্রে পরিবর্তন আনতে হবে। নাহলে দেশ রসাতলে যাবে। একই সুরে সুর মিলিয়ে রাহুল গান্ধীও নরেন্দ্র মোদী সরকারের পতনের ডাক দিলেন। কংগ্রেসের পক্ষ থেকে একে একে টুইট করে দেখিয়ে দেওয়া হল 'কামদার' মনমোহন ও 'নামদার' মোদীর মধ্যের ফারাক।

মোদী সরকারের চাটুকারিতা

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দেশবাসীর সঙ্গে চাটুকারিতা করছে বলে টুইটে দাবি করেছে কংগ্রেস। টুইট বার্তা কংগ্রেস তুলে ধরেছে সেই চিত্র। অন্তঃরাষ্ট্রীয় ক্ষেত্রে পেট্রোপণ্যের দাম ও ভারতের বাজারে তেলের দাম তুলে ধরে কংগ্রেস দেখাতে চেয়েছে, কত বেশি ট্যাক্স আদায় করছে মোদী সরকার।

[আরও পড়ুন:বনধের মঞ্চ থেকে কেন্দ্রে মোদী সরকার বদলের ডাক রাহুলের][আরও পড়ুন:বনধের মঞ্চ থেকে কেন্দ্রে মোদী সরকার বদলের ডাক রাহুলের]

টাকার পতন, আগুন পেট্রোপণ্য

অনবরত টাকার দাম পড়ছে। হু-হু করে বাড়ছে পেট্রোপণ্যের দাম। অথচ মোদী সরকারের কোনও দৃকপাত নেই। দেশবাসী কষ্ট পাচ্ছে, তাতে যে কিছু এসে যায় না এই সরকারের, তা পদে পদে দেখিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। নিজের নীরব থাকছেন, সরকার চালাচ্ছেন আপন খেয়ালে।

[আরও পড়ুন:টাকার দামের 'রেকর্ড পতন' অব্যাহত, প্রভাবিত বন্ডের মূল্যও][আরও পড়ুন:টাকার দামের 'রেকর্ড পতন' অব্যাহত, প্রভাবিত বন্ডের মূল্যও]

ইউপিএ বনাম এনডিএ, নিত্যপ্রয়োজনে

শুধু পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিই নয়, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামেও ফারাক চোখে পড়ার মতো। ইউপিএ আমলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ছিল মানুষের ধরাছোঁয়ার মধ্যে। কিন্তু এনডিএ আমলে তা হয়ে গিয়েছে আকাশছোঁয়া। মোদী সরকারের ভ্রুক্ষেপ নেই। মানুষের কষ্ট তাঁদের চোখে পড়ে না।

[আরও পড়ুন:'যা ৭০ বছরে হয়নি তা ৪ বছরে করেছে এই সরকার', রাহুলের চার দফা আক্রমণ মোদী সরকারকে][আরও পড়ুন:'যা ৭০ বছরে হয়নি তা ৪ বছরে করেছে এই সরকার', রাহুলের চার দফা আক্রমণ মোদী সরকারকে]

কামদার বনাম নামদার

ইউপিএ আমলে পেট্রোপণ্যের দাম অন্তঃরাষ্ট্রীয় বাজারে ছিল অনেক বেশি। তা সত্ত্বেও ভারতের বাজারে ছিল মানুষের আয়ত্তে। কিন্তু ঠিক উল্টো চিত্র এনডিএ-র আমলে। অপরিশোধিত তেলের দাম অন্তঃরাষ্ট্রীয় ক্ষেত্রে যখন কম, তখন ভারতের বাজারে তেলের দাম আগুন। এই হচ্ছে কামদার আর নামদারের তফাৎ।

বাজারে দ্বিগুণ, রফতানিতে অর্ধেক

ভারতের বাজারে তেল বিকোচ্ছে ‘দ্বিগুণ' দামে। ভারত অন্য দেশে তেল রফতানি করছে দেশের বাজারের তুলনায় অর্ধেক দামে। সেই তুলনায় ভারতের বাজারে তেল মিলছে দ্বিগুণ দরে। এর ফলে দেশবাসীকে কী ধরনের আচ্ছে দিন দিচ্ছে মোদী সরকার, তা স্পষ্ট হয়ে উঠেছে।

টাকার পতন ডলারে

নিত্যদিন টাকার মূল্যে পতন চলছে। যার ফলে ভারতের বাজার আগুন হয়ে উঠছে ক্রমশ। এক আমেরিকান ডলারের মূল্য এখন ৭২.৩০ ভারতীয় টাকা। যেভাবে টাকার পতন হচ্ছে, তা ভারতীয় অর্থনীতিতে নিদারুণ প্রভাব ফেলেছে।

English summary
Rahul Gandhi’s Congress attacks Narendra Modi government on price hike. Congress does continuous tweet against Modi government,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X