For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর থাকবেনই না! সাংসদের দাবি উপেক্ষা করে স্পষ্ট বার্তা রাহুলের

দলের সভাপতি থাকুন। কংগ্রেস সাংসদদের এই আবেদন এদিন খারিজ করে দিলেন রাহুল গান্ধী। সনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের সংসদীয়দলের বৈঠকে রাহুল গান্ধী নিজের সিদ্ধান্তে অটল থাকেন। এমনটাই খবর সূত্রের।

  • |
Google Oneindia Bengali News

দলের সভাপতি থাকুন। কংগ্রেস সাংসদদের এই আবেদন এদিন খারিজ করে দিলেন রাহুল গান্ধী। সনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে রাহুল গান্ধী নিজের সিদ্ধান্তে অটল থাকেন। এমনটাই খবর সূত্রের। ২৫ মে দলের সভাপতি হিসেবে পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন রাহুল।

সভাপতি থাকতে দলের সাংসদদের আবেদন

সভাপতি থাকতে দলের সাংসদদের আবেদন

সূত্রের খবর অনুযায়ী, কংগ্রেস সাংসদ শশী থারুর এবং মনীশ তিওয়ারি ওয়ানাদের সাংসদকে বলেন, সাধারণ নির্বাচনে হার দল যৌথ দায়িত্ব হিসেবে নিচ্ছে। এই হারে একমাত্র দলের সভাপতি দায়ী নন বলে জানান তাঁরা।

বাসভবনের বাইরে যুব কংগ্রেস কর্মীদের ধর্না

শুধু সাংসদদের দাবিই নয়, এদিন রাহুল গান্ধী যাতে দলের সভাপতি থাকেন, তার জন্য বাসভবনের বাইরে ধর্নায় বসেন যুব কংগ্রেস কর্মীরা।

'রাহুল গান্ধী জিন্দাবাদ'

রাহুল গান্ধীর বাসভবনের বাইরে হওয়া ধর্নায় স্লোগান ওঠে, রাহুল গান্ধী সংঘর্ষ কর। আমরা তোমার সঙ্গে আছি।

লোকসভা ভোটের ফল বেরনোর পর ২৫ মে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল গান্ধী সভাপতি হিসেবে তাঁর পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন। এবারের নির্বাচনে কংগ্রেস ৫২ টি আসন দখল করে। এরপর থেকে দলের অনেক শীর্ষ নেতা রাহুল গান্ধীকে পদত্যাগ ফেরানোর জন্য অনুরোধ করেছেন।

[আরও পড়ুন: অসমের নাগরিকপঞ্জীর খসড়া প্রকাশ! আরও লক্ষাধিক নাম বাদ][আরও পড়ুন: অসমের নাগরিকপঞ্জীর খসড়া প্রকাশ! আরও লক্ষাধিক নাম বাদ]

[আরও পড়ুন: বড় ‌কূটনৈতিক সাফল্য!‌ নিরাপত্তা পরিষদে ভারতের অস্থায়ী সদস্য পদের পক্ষে সওয়াল ৫৫টি দেশের][আরও পড়ুন: বড় ‌কূটনৈতিক সাফল্য!‌ নিরাপত্তা পরিষদে ভারতের অস্থায়ী সদস্য পদের পক্ষে সওয়াল ৫৫টি দেশের]

English summary
Congress president Rahul Gandhi on Wednesday rejected appeals by the party’s MPs to continue as the party chief.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X