For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে গিয়ে 'হিন্দুস্তান জিন্দাবাদ' স্লোগান নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ! রাজনীতির পারদ চড়ালেন রাহুল

পাকিস্তানে 'হিন্দুস্তান জিন্দাবাদ' স্লোগান নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ! রাজনীতির পারদ চড়ালেন রাহুল

  • |
Google Oneindia Bengali News

ঘটনা ১৯৮৭ সালের। সেই সময় পাকিস্তানের মাটিতে গিয়ে 'হিন্দুস্তান জিন্দাবাদ ' বলে এসেছিলেন তারবিন্দর সিং মারওয়াহ। আর সেই তরবিন্দরই দিল্লি নির্বাচন ২০২০ সালে কংগ্রেসেটের টিকিটে প্রার্থী হয়েছেন। তাঁর প্রচারে গিয়ে ফের একবার বিজেপিকে চেনা সুরে তোপ দেগে দিল্লির রাজনীতির পারদ চড়িয়ে দিলেন রাহুল গান্ধী।

রাহুলের বক্তব্য

রাহুলের বক্তব্য

পাকিস্তান বিরোধিতা ও হিন্দুত্ব নিয়ে এদিন বিজেপিকে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেন, ' বিজেপি নেতারা দেশাত্মবোধ নিয়ে কথা বলেন। একজন বিজেপি নেতা দেখান যিনি পাকিস্তানে গিয়ে 'হিন্দুস্তান জিন্দাবাদ স্লোগান ' দিয়েছেন। কংগ্রেসের জঙ্গপুরার প্রার্থী করেছেন এমনটাই। এর জন্য তিনি জেলেও গিয়েছিলেন। '

খালিস্তান নিয়ে মারওয়াহর বক্তব্য

খালিস্তান নিয়ে মারওয়াহর বক্তব্য

খালিস্তান নিয়েও এদিন বক্তব্য রাখেন কংগ্রেস প্রার্থী। তিনি বলেন, ' খালিস্তান আন্দোলন শুরু হয়েছিল পাকিস্তানের তত্ত্বাবধানে আশির দশকে। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর খালিস্তানের দাবি তুঙ্গে ওঠে। খালিস্তানিরা নানকানা সাহিবে স্লোগান তোলেন। ' সেই সময় পাকিস্তান গিয়েছিলেন কংগ্রেসের এই নেতা। আর কংগ্রেসের এই নেতার দাবি সেই সময় খালিস্তানিদের স্তিমিত করতে গিয়েছিলেন কংগ্রেসের এই নেতা।

মারওয়াহকে গ্রেফতার করে পাকিস্তান

মারওয়াহকে গ্রেফতার করে পাকিস্তান

প্রসঙ্গত, পাকিস্তানে ভারতের হয়ে স্লোগান দেওয়ার জন্য পাকিস্তান পুলিশ তাঁকে গ্রেফতার করে। সেই ঘটনা নিয়েই এবার দিল্লি নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী। উল্লেখ্য, দিল্লি নির্বাচনে শিখ দাঙ্গা ইস্যুতে বারবার কংগ্রেসকে তোপ দাগে বিজেপি। শিখ অদ্যুষিত বিভিন্ন জায়গায় প্রচার পারদ চড়িয়ে চলে এমন তোপ। আর তা কাটাতেই এবার বিজেপিরই সুরে পাল্টা বিষোদ্গার করল কংগ্রেস।

অনুরোধ সত্ত্বেও বদলানো হয়নি আসন! দলের অবনমন নিয়ে হুঁশিয়ারি চন্দ্র বসুরঅনুরোধ সত্ত্বেও বদলানো হয়নি আসন! দলের অবনমন নিয়ে হুঁশিয়ারি চন্দ্র বসুর

English summary
Rahul Gandhi on 'Hindustan Zindabad' slogan in Pak in Delhi election 2020 campaign.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X