For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস সভাপতি পদে ইস্তফা দিলেন রাহুল গান্ধী? কী মত ওয়ার্কিং কমিটির

লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর এদিন হারের কারণ পর্যালোচনা করতে দিল্লিতে বৈঠক বসল কংগ্রেস ওয়ার্কিং কমিটি। সেই বৈঠকেই ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর এদিন হারের কারণ পর্যালোচনা করতে দিল্লিতে বৈঠক বসল কংগ্রেস ওয়ার্কিং কমিটি। সেই বৈঠকেই ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী।

কংগ্রেস সভাপতি পদে ইস্তফা দিলেন রাহুল গান্ধী

ওয়ার্কিং কমিটির বৈঠকে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব উপস্থিত হয়েছে। সারাদেশে লোকসভা ভোটে কেন এমন বিপর্যয় হল তা নিয়ে আলোচনা চলছে। এই বৈঠকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ছাড়াও উপস্থিত ছিলেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং যে সমস্ত রাজ্যে কংগ্রেসের মুখ্যমন্ত্রী রয়েছে তাঁরা। এছাড়া সমস্ত রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতিরা।

সেখানে রাহুল ইস্তফা দেওয়ার আর্জি জানান। যেভাবে কংগ্রেস সারাদেশে ব্যাপক ভাবে পর্যুদস্ত হয়েছে তার দায় মাথায় নিয়ে তিনি সরে যেতে চেয়েছেন। তবে মনমোহন সিং ও প্রিয়াঙ্কা গান্ধী মিলে রাহুল গান্ধীকে রাজি করানোর চেষ্টা করেছেন। যাতে তিনি সভাপতি পদ থেকে ইস্তফা না দেন। যদিও কংগ্রেস নেতা রণদীপ সূরযেওয়ালার দাবি এমন কোনও ঘটনা ঘটেনি।

এবং একই সঙ্গে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি রাহুলের ইস্তফা মেনে নিতে তৈরি নয় এমনটাই জানা গিয়েছে। এখন দেখার এই বিপর্যয়ের পর রাহুল গান্ধীর নেতৃত্বে কীভাবে কংগ্রেস ঘুরে দাঁড়ায়। আর রাহুল যদি সভাপতি পদ থেকে সরে যাওয়ার ক্ষেত্রে অনড় থাকেন, সেক্ষেত্রে কে কংগ্রেসকে নেতৃত্ব দেবে এবং আগামী দিনে এটাই হতে চলেছে সবচেয়ে বড় প্রশ্ন।

English summary
Rahul Gandhi offers resignation as Congress chief, CWC rejects
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X