For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল গান্ধী-নীরব মোদী বৈঠক! চাঞ্চল্যকর দাবিতে তোলপাড় রাজনৈতিক মহল

২০১৩-র সেপ্টেম্বরে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাত হয়েছিল বহু কোটির পিএনবি প্রতারণায় অভিযুক্ত নীরব মোদীর। দিল্লির এক হোটেলে এই সাক্ষাত হয়। এমনটাই দাবি করেছেন শেহজাদ পুনাওয়ালা নামে এক সমাজকর্মী।

  • |
Google Oneindia Bengali News

২০১৩-র সেপ্টেম্বরে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাত হয়েছিল বহু কোটির পিএনবি প্রতারণায় অভিযুক্ত নীরব মোদীর। দিল্লির এক হোটেলে এই সাক্ষাত হয়। এমনটাই দাবি করেছেন শেহজাদ পুনাওয়ালা নামে এক সমাজকর্মী।

রাহুল গান্ধীর-নীরব মোদী বৈঠক! চাঞ্চল্যকর দাবিতে তোলপাড় রাজনৈতিক মহল

বিজয় মালিয়াকে দেশান্তরিত হতে সাহায্যের অভিযোগ করে, রাহুল গান্ধী যখন অর্থমন্ত্রী অরুণ জেটলির পদত্যাগ দাবি করছেন, সেই সময় এই নতুন তথ্য রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি করবে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের।

২০১৩-তে নীরব মোদীর সঙ্গে সাক্ষাত নিয়ে রাহুল গান্ধীকে চ্যালেঞ্জও জানিয়েছেন শেহজাদ পুনাওয়ালা।

একাধিক টুইটে পুনাওয়ালা দাবি করেছেন, যদি পিএল পুনিয়ার কাছে প্রমাণ থাকে অরুণ জেটলির সঙ্গে বৈঠক করেছেন বিজয় মালিয়া, তাহলে তিনি কোরানের শপথ নিয়ে এবং লাই ডিটেক্টরে বসিয়ে দিলেও, তিনি রাহুল গান্ধীকে নিয়ে একই কথা বলবেন। পুনাওয়ালা দাবি করেছেন, ২০১৩-র সেপ্টেম্বরে দিল্লির ইমপেরিয়াল হোটেলে রাহুল গান্ধী নীরব মোদীর ককটেল পার্টিতে হাজির ছিলেন।

পুনাওয়ালা দাবি করেছেন, দিনটি সম্ভবত ২০১৩-র ১১ সেপ্টেম্বর। ইমপেরিয়াল হোটেলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলেন রাহুল। এসপিজির কাছেও সেই রেকর্ড থেকে থাকবে বলেও মন্তব্য করেছেন পুনাওয়ালা। বিষয়টি নিয়ে লাই ডিটেক্টরের সামনে যেতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: বিজয় মালিয়াকে নিয়ে ব্যাকফুটে মোদী সরকার! লুক আউট নোটিস নিয়ে যা বলল সিবিআই][আরও পড়ুন: বিজয় মালিয়াকে নিয়ে ব্যাকফুটে মোদী সরকার! লুক আউট নোটিস নিয়ে যা বলল সিবিআই]

বৃহ্স্পতিবার রাহুল গান্ধী বিজয় মালিয়াকে স্বচ্ছ্বন্দে দেশ থেকে বের হওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগ করেছিলেন অরুণ জেটলির বিরুদ্ধে। তাঁর পদত্যাগও দাবি করেছিলেন তিনি। এই পর থেকেই রাজনৈতিক বাকযুদ্ধ চরমে ওঠে। বিজেপি ইউপিএ সরকারের সঙ্গে বিজয় মালিয়ার ভাল সম্পর্কের দাবি করে। কেননা বিজয় মালিয়াকে দেওয়া ঋণের পুরোটাই ইউপিএ আমলের।

[আরও পড়ুন: বিসিকেভিতে 'চলো পাল্টাই'! অভ্যন্তরীণ 'চিত্র' বদলে সিঁদুরে মেঘ, দেখুন হামলার ভিডিও][আরও পড়ুন: বিসিকেভিতে 'চলো পাল্টাই'! অভ্যন্তরীণ 'চিত্র' বদলে সিঁদুরে মেঘ, দেখুন হামলার ভিডিও]

এর আগে কেম্ব্রিজ অ্যানালিটিকা নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন এই শেহজাদ পুনাওয়ালা। কংগ্রেস সেই সময় অভিযোগ অস্বীকার করেছিল।

[আরও পড়ুন:মমতার রাজ্যে জেলাশাসকের একমাসের কারাবাসের নির্দেশ! প্রশাসনিক মহলে চাঞ্চল্য][আরও পড়ুন:মমতার রাজ্যে জেলাশাসকের একমাসের কারাবাসের নির্দেশ! প্রশাসনিক মহলে চাঞ্চল্য]

English summary
Rahul Gandhi Met Nirav Modi At Delhi Hotel In 2013, Claims Activist Shehzad Poonawalla
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X