For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির হাসপাতালেই কথা রাহুল-লালুর! ব্যাখ্যা দাবি মোদীর দলের

দিল্লির এইমস-এ গিয়ে আরজেডি সুপ্রিমো লালু যাদবের সঙ্গে কথা বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। হাসপাতাল সূত্রে খবর দুই নেতা প্রায় আধঘ্টা বৈঠক করেন।

  • |
Google Oneindia Bengali News

দিল্লির এইমস-এ গিয়ে আরজেডি সুপ্রিমো লালু যাদবের সঙ্গে কথা বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। হাসপাতাল সূত্রে খবর দুই নেতা প্রায় আধঘ্টা বৈঠক করেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাহুলের কাছে এই সাক্ষাতের ব্যাখ্যা দাবি করেছেন।

দিল্লির হাসপাতালেই কথা রাহুল-লালুর! ব্যাখ্যা দাবি মোদীর দলের

২০১৭-র ২৩ ডিসেম্বর থেকে জেল বন্দি রয়েছেন লালু যাদব। হার্ট ও কিডনির অসুবিধার কারণে ২৯ মার্চ থেকে দিল্লির এইমসে ভর্তি রয়েছেন লালু। আরজেডি সুপ্রিমোর চিকিৎসায় ছয়জনের মেডিক্যাল টিম গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

লালু যাদবের মেডিক্যাল টিমের প্রধান এইমসের মেডিসিন বিভাগের প্রধান নভীত উইগ। দলে এছাড়াও সার্জারি, কার্ডিওলজি, নেফ্রোলজি এবং নিউরোলজির চিকিৎসকরা রয়েছেন।

সূত্রের খবর অনুযায়ী, কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে ফেডারেল ফ্রন্টের গঠন নিয়ে কথা বলতেই এই দুই নেতার সাক্ষাত। যদিও এই কথা মানতে নারাজ কংগ্রেস। তারা এই সাক্ষাতকে নিছক সৌজন্যসূচক বলে বর্ণনা করেছে।

পশু খাদ্য মামলায় দোষী সাব্যস্ত হয়ে রাঁচির বীরসা মুণ্ডে জেলে বন্দি ছিলেন লালু। অসুস্থতা বোধ করায় লালুকে সেখানকার রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করানো হয়ে। সেখান থেকে তাঁকে এইমস-এ রেফার করা হয়।

এখনও পর্যন্ত ২০১৩ থেকে পশুখাদ্যে তছরুপের অভিযোগে চারটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন লালু যাদব। এর মধ্যে দুমকা ট্রেজারি মামলায় সিবিআই-এর স্পেশাল আদালত লালু যাদবকে ১৪ বছরের সাজার আদেশ দিয়েছে।

English summary
Rahul Gandhi meets Lalu Prasad in Delhi's AIIMS
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X