For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলের ভরসা উপগ্রহ চিত্র! ফের মোদীকে আক্রমণ কংগ্রেস নেতার

প্রধানমন্ত্রী মোদীকে লক্ষ্য করে আক্রমণ আরও তীক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত সপ্তাহের লাদাখের গালওয়ান উপত্যকায় চিনের আগ্রাসন নিয়ে রাহুল এই আক্রমণ শানিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী মোদীকে লক্ষ্য করে আক্রমণ আরও তীক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত সপ্তাহের লাদাখের গালওয়ান উপত্যকায় চিনের আগ্রাসন নিয়ে রাহুল এই আক্রমণ শানিয়েছেন। উপগ্রহ চিত্র তুলে ধরে রাহুলের দাবি প্যানগং লেকের কাছে ভারতীয় ভূখণ্ড দখল করে নিয়েছিল চিন।

করোনায় সুস্থতার হারে জাতীয় গড়ের থেকে এগিয়ে পশ্চিমবঙ্গ! আক্রান্তের নিরিখে কলকাতার পরেই উঃ ২৪ পরগনাকরোনায় সুস্থতার হারে জাতীয় গড়ের থেকে এগিয়ে পশ্চিমবঙ্গ! আক্রান্তের নিরিখে কলকাতার পরেই উঃ ২৪ পরগনা

আগেও মোদীকে আক্রমণ

আগেও মোদীকে আক্রমণ

এদিন আগেও মোদী আক্রমণ করেছেন রাহুল। প্রধানমন্ত্রী মোদীকে সারেন্ডার মোদী বলে কটাক্ষ করেছেন। তিনি তুলেধরেছিলেন জাপান টাইমসে প্রকাশিত খবর। যেখানে বলা হয়েছিল কেন্দ্রীয় সরকার চিনকে তুষ্ট করতে চাইছে।

প্রধানমন্ত্রীর অবস্থানের বিরোধিতা

প্রধানমন্ত্রীর অবস্থানের বিরোধিতা

এদিনের টুইটে রাহুল বলেছেন, ছবি স্পষ্টতই প্রধানমন্ত্রীর অবস্থানের বিরোধিতা করছে। শুক্রবার সর্বদল বৈঠকে মোদী বলেছিলেন, ভারতীয় ভূখণ্ডে অন্য কেউ নেই কিংবা ভারতের কোনও পোস্টও কেউ দখল করেনি।

রবিবার বিকেলে পোস্ট করা টুইটে রাহুল বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন, কেউ দেশে প্রবেশ করেনি কিংবা কেউ ভারতের জায়গা দখলও করেনি। কিন্তু প্যাংগং লেক এলাকার উপগ্রহ চিত্র বলছে চিন ভারতীয় ভূখণ্ড দখল করেছে।

এই প্যাংগং লেকও পূর্ব লাদাখে অবস্থিত। যেখানে ৫ ও ৬ মে ভারত ও চিনের সৈনের মধ্যে লড়াই হয়েছিল। ১৫ জুনের ঘটনার আগে সেখানে সেনার উচ্চপর্যায়ে বৈঠকও হয়েছিল।

সরকার অবস্থান স্পষ্ট করেছিল আগেই

সরকার অবস্থান স্পষ্ট করেছিল আগেই

শনিবার টুইটে রাহুল বলেছিলেন, চিনে আগ্রাসনের কাছে প্রধানমন্ত্রী ভারতীয় ভূখণ্ড তুলে দিয়েছেন। যদিও এই অভিযোগের জবাব দিয়েছিল সরকার। বলা হয়েছিল একটা দুষ্টু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

English summary
Rahul Gandhi makes fresh attack on PM Modi pointing to satellite images on Ladakh issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X