For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল গান্ধী প্রতিযোগী বিমান কোম্পানিগুলির লবিস্ট! কারণ বললেন রবিশঙ্কর প্রসাদ

একেবারে যেন ইটের বদলে পাটকেল। মঙ্গলবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী রাফালে নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ করেন।

  • |
Google Oneindia Bengali News

একেবারে যেন ইটের বদলে পাটকেল। মঙ্গলবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী রাফালে নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ করেন। জবাব দেন মোদী মন্ত্রিসভার আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, রাহুল গান্ধী হলেন প্রতিযোগী বিমান কোম্পানিগুলির লবিস্ট।

 রাহুল গান্ধী প্রতিযোগী বিমান কোম্পানিগুলির লবিস্ট! কারণ বললেন রবিশঙ্কর প্রসাদ

এদিন রাহুল গান্ধী মোদীকে আক্রমণ করতে গিয়ে বলেছিলেন অনিল আম্বানি রাফালে চুক্তি হওয়ার দশদিন আগে থেকেই জানতেন। এপ্রসঙ্গে ইমেল তুলে ধরে বিতর্ক জারি রাখেন কংগ্রেস সভাপতি। রবিশঙ্কর প্রসাদ বলেন, যে ইমেলের কথা রাহুল গান্ধী বলছেন সেটি এয়ারবাস কোম্পানির, রাফালে যুদ্ধ বিমানের নয়।

সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, রবিশঙ্কর প্রসাদ বলেন, দায়িত্ব নিয়েই রাহুল গান্ধী প্রতিযোগী বিমান কোম্পানির লবিস্ট হিসেবে কাজ করছেন। তিনি আরও অভিযোগ করে বলেন, যখন ক্ষমতায় ছিলেন কংগ্রেস নেতারা ব্রোকার হয়ে গিয়েছিলেন। আর যখন বিরোধীপক্ষে রয়েছেন, তখন লবিস্ট হিসেবে কাজ করে যাচ্ছেন।

রবিশঙ্কর প্রসাদ বলেন, রাহুল গান্ধীকে ব্যাখ্যা করতে হবে, তিনি কী ভাবে এয়ারবাস কোম্পানির অভ্যন্তরীন ইমেলটি পেয়েছেন। কে তাঁকে সেটা সরবরাহ করেছে সেই প্রশ্লব তুলেছেন রবিশঙ্কর প্রসাদ। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ-র সময়ে পুরো ক্যাবিনেট নোট মাইকেল মামার কাছে পৌঁছে যেত বলেও কটাক্ষ করেন তিনি।

প্রসাদ বলেন, ইউপিএ আমলে এয়ারবাস নিজেই বেশ কিছু চুক্তি নিয়ে সন্দেহজনক অবস্থানে রয়েছে। তাঁর অভিযোগ, এয়ারবাস ১০০ কোটি টাকা ট্রান্সফার করেছিল ইউপিএ সরকারের কাছের লোক সিঙ্গাপুরের রাজীব তালোয়ারের কাছে।

English summary
Rahul Gandhi a lobbyist of plane suppliers alleged Ravi Shankar Prasad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X