For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাধারণ সম্পাদক হওয়ার পর প্রিয়ঙ্কার প্রথম রোড-শো! সেজেছে লখনউ

পূর্ব উত্তর প্রদেশের দায়িত্ব নিয়ে কংগ্রেস সাধারণ সম্পাদক সোমবার সকালে পা রাখবেন লখনৌতে। বিমানবন্দর থেকে প্রদেশ কংগ্রেস দফতর নেহরুভবন পর্যন্ত রোড শো করবেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

পূর্ব উত্তর প্রদেশের দায়িত্ব নিয়ে কংগ্রেস সাধারণ সম্পাদক সোমবার সকাল ১১টায় পা রাখবেন লখনৌতে। বিমানবন্দর থেকে প্রদেশ কংগ্রেস দফতর নেহরু ভবন পর্যন্ত রোড শো করবেন তিনি। সঙ্গে থাকবেন রাহুল গান্ধী এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। লখনউ শহরকে মুড়ে ফেলা হয়েছে রাহুল-প্রিয়ঙ্কার কাটআউট ব্যানারে।

১৫ কিমি রোড শো

বেলা ১১ টা লখনৌ বিমানবন্দরে নামবেন প্রিয়ঙ্কা গান্ধী। তারপর ১৫ কিমি পথে রোড শো। এই পথ যেতে সাত থেকে সাড়ে সাত ঘন্টা লেগে যেতে পারে অনুমান রাজনৈতিক মহলের একাংশের। কেননা রাস্তায় কংগ্রেস কর্মী সমর্থকদের এতটাই ভিড় থাকবে যে, সময় লেগে যাবে অনেকটাই। এই প্রথমবার লখনৌতে দলের কোনও রাজনৈতিক কর্মসূচিতে ভাই-বোনকে একসঙ্গে দেখা যাবে।

কাট আউটে সাজানো হয়েছে শহর

কাট আউটে সাজানো হয়েছে শহর

প্রিয়ঙ্কা-রাহুলের কাটআউটে সাজানো হয়েছে লখনৌ শহর। রোড শো-এর প্রস্তুতি নিয়ে রাজ্য সভাপতি রাজ বব্বরের সঙ্গে বৈঠক করেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল ওয়াসনিক, পিএল পুনিয়া, রাজীব শুক্লা, জিতিন প্রসাদ, প্রমোদ তিওয়ারিরা। নতুন নেত্রীকে স্বাগত
জানাতে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা।

প্রশাসনের তৎপরতা

লখনৌ প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিকেল ৫ টা পর্যন্ত বিধানসভা থেকে হজরতগঞ্জ পর্যন্ত রোড শো-এর রুট পরিবর্তন করতে হতে পারে। এছাড়া কংগ্রেস নেতা কর্মীরা যে কোনও জায়গায় রোড শো করতে পারেন বলে জানানো হয়েছে।

উত্তর প্রদেশ প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বব্বর জানিয়েছেন, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আসন্ন লোকসভার প্রার্থী নিয়ে ফিডব্যাক নিতে পারেন প্রিয়ঙ্কা গান্ধী। উৎসাহী কংগ্রেস কর্মীরা প্রিয়ঙ্কার ছবি দেওয়া টিশার্ট পড়েছেন।

English summary
Rahul Gandhi and Jyotiraditya Schindhia to join Priyanka’s debut roadshow in Lucknow
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X