For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী রাহুল গান্ধীই

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

রাহুল গান্ধী
নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর: ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী। কংগ্রেস আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করার আগেই তা জানিয়ে দিলেন পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মইলি।

এদিন তিনি বলেন, বিজেপি তথা নরেন্দ্র মোদী শুধু বড়-বড় কথা বলেন। কিন্তু, রাহুল গান্ধী জানেন কীভাবে কাজ করতে হয়। সেই কারণে তাঁকে প্রধানমন্ত্রী পদের উপযুক্ত প্রার্থী বলে মনে করে কংগ্রেস। তাঁর আরও দাবি, রাহুল গান্ধী প্রশাসনিক স্বচ্ছতায় বিশ্বাস করেন। কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেন না।

প্রসঙ্গত, বহু আগেই নরেন্দ্র মোদীকে নিজেদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে দিয়েছিল বিজেপি। কিন্তু, কংগ্রেস এতদিনে সেটা করে উঠতে পারেনি। সম্প্রতি চার রাজ্যে বিধানসভা নির্বাচনের পর মনমোহন সিংয়ের ওপরে যে কোপ পড়বে, তা আশঙ্কা করা হয়েছিল। আর সেটাই হল। রাহুল গান্ধীকে এমন একটা সময়ে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার কথা ঘোষণা করা হল, যখন ঘরে-বাইরে কংগ্রেসের ছন্নছাড়া অবস্থা। তিনি অবস্থা কতটা সামলাতে পারেন, এখন সেটাই দেখার।

English summary
Rahul Gandhi is PM candidate of Congress,says Veerappa Moily
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X