For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসীদের লাদাখি বানিয়ে নিজের শেয়ার করা ভিডিও নিয়ে বিপাকে রাহুল গান্ধী

Google Oneindia Bengali News

শুক্রবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটারে একটি ভিডিও শেয়ার করে দাবি করেছেন যে লাদাখিরা জানিয়েছেন চিন তাঁদের জমির অনেকটাই দখল করে নিয়েছে এবং প্রধানমন্ত্রী দেশকে মিথ্যা বলছেন। গালওয়ান উপত্যকায় ইন্দো–চায়না মুখোমুখি সংঘর্ষের আবহাওয়ায় এ ধরনের ভিডিও স্বাভাবিকভাবেই পারদ চড়িয়ে দিয়েছে। যদিও এই ভিডিওর পর আদপে কংগ্রেসের মুখই পুড়েছে। কারণ কংগ্রেস নেতা যে ভিডিওটি টুইট করেছিলেন তা দলের প্রচার ছাড়া আর কিছুই নয়, কারণ কংগ্রেস কর্মীদেরই সাধারণ লাদাখি বানিয়ে এই ভিঢিওটি করা হয়েছিল।

কংগ্রেসীদের লাদাখি বানিয়ে ভিডিও কংগ্রেসের


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দাবি করা হয়েছে যে সাধারণ লাদাখিরাই তাঁদের বক্তব্য রাখছেন। কিন্তু এর গভীরে গিয়ে দেখা গেল রাহুল গান্ধী যাঁদের লাদাখি বলছেন তাঁদের মধ্যে অন্ততপক্ষে সরাসরি কংগ্রেস বা শাখা সংগঠনের সঙ্গে যুক্ত। সেই ভিডিওতে বেশ কিছু মানুষ রয়েছেন, যাঁরা বলছেন, '‌লাদাখ এলাকা থেকে চিন অনেকটাই ভূমি দখল করে নিয়েছে।’‌ রাহুল গান্ধী লেখেন, এঁরা প্রত্যেকেই লাদাখের সাধারণ আমজনতা। ভিডিওটি ১৩ হাজার রিটুইট হয়েছে, ৩৪ হাজার ছাড়িয়ে গিয়েছে লাইকের সংখ্যা।

এই ভাইরাল ভিডিওর আসল সত্য সামনে এনে রাহুল গান্ধীকে কটাক্ষ করে বিজেপি নেতা কপিল মিশ্র বলেন, '‌এটা খুব গুরুতর। রাহুল গান্ধী লাদাখ নিয়ে মিথ্যা বলা জন্য কংগ্রেস কর্মীদের ব্যবহার করছেন?‌ বিস্ফোরণ ভিডিও তৈরি করে।’‌ আর এক বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র প্রাক্তন কংগ্রেস প্রধানের এ ধরনের কীর্তির সমালোচনা করে বলেন, '‌লজ্জা লাগা উচিত রাহুল গান্ধী। আপনি যখন মিথ্যা বলে আমাদের সেনাদের হেয় করার চেষ্টা করেন কংগ্রেস কর্মীদের ব্যবহার করে তখন আমাদের প্রধানমন্ত্রী দেশের সেনাদের উৎসাহ দান করছেন। আপনি নেতা হওয়ার যোগ্য নন।’

শুক্রবার হঠাৎই লাদাখ পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানকার সেনাদের সঙ্গে কথা বলে তাঁদের উৎসাহিত করেন। ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় চিন–ভারত সংঘর্ষের পর এই প্রথমবার মোদী লাদাখে এলেন। এরপরই মোদীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাহুল গান্ধী এই টুইট করেন।‌

English summary
Rahul Gandhi in trouble by sharing a video about Ladakh on Twitter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X