For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল গান্ধী কৌতুকশিল্পী কপিল শর্মার চেয়েও বেশি মজাদার, কটাক্ষ মোদীর

Google Oneindia Bengali News

রাহুল গান্ধী কৌতুকশিল্পী কপিল শর্মার চেয়েও বেশি মজাদার, কটাক্ষ মোদীর
ঝাঁসি, ২৮ এপ্রিল : রাহুল গান্ধীর 'লোকায়ুক্ত' মন্তব্যের জবাব দিতে গিয়ে রবিবার এক জনসভায় রাহুলকে কৌতুকশিল্পী কপিল শর্মার থেকেও হাস্য়কর বলে মন্তব্য করলেন নরেন্দ্র মোদী। মোদীর কটাক্ষ, রাহুলের মন্তব্য হাস্যকর। কংগ্রেস নেতারা বরং স্ট্যান্ড-আপ কমিডিয়ান কপিল শর্মার কৌতুক ধারাবাহিক বন্ধ করিয়ে দিতে পারেন।

এদিন বিজেপি প্রার্থী উমা ভারতীর সমর্থনে একটি জনসভায় বক্তব্য রাখতে উঠে মোদী বলেন, আমার মনে হয় আর কয়েকদিনের মধ্যেই কৌতুক শিল্পী কপিল শর্মার জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকটি বন্ধ হয়ে যাবে। রাহুল গান্ধীর ভিডিওগুলি টিভির লোকেরা দেখাতে পারেন। তাহলেই আর কাউকে বিনোদন খুঁজতে অন্য কোথাও যেতে হবে না। কপিল শর্মার কৌতুকের চেয়েও রাহুল গান্ধীর বক্তৃতা আরও বেশি হাস্যকর বলেও মন্তব্য করেন মোদী।

গুজরাতে রাহুলের মন্তব্যের প্রসঙ্গ টেনে মোদী বলেন, 'গুজরাতের জনসভায় রাহুল গান্ধী বলেছেন এ রাজ্যে ২৭,০০০ কোটি শূন্যপদ রয়েছে। কিন্তু উনি বোধহয় উপলব্ধি করতে পারেননি যে দেশের জনসংখ্যাই মাত্র ১২৫ কোটির।'

রাহুল বলেছিলেন রাজ্য ২৭০০০ শূন্যপদ রয়েছে, উনি জানেন না দেশের জনসংখ্যাই ১২৫ কোটি

গুজরাতে বক্তব্য রাখতে উঠে রাহুল বলেছিলেন, লোকায়ুক্ত এবং আরটিআই কমিশনার গজরাতে থাকলে মোদী এতদিনে জেলে থাকত। এদিন তারই পাল্টা জবাব দিয়ে মোদী বলেন, গুজরাত লোকায়ুক্তই দুর্নীতির দায়ে কংগ্রেস মুখ্যমন্ত্রীকে দোষী সাব্যস্ত করেছিল। এখন তাঁরই ছেলে কেন্দ্রীয় মন্ত্রী।

অন্যদিকে, রাজ্যে মোদী লহর নেই বলে প্রধানমন্ত্রী মনমোহন সিং যে মন্তব্য করেছিলেন, এদিন তারও জবাব দেন মোদী। তিনি বলেন, নিজের সরকারের মধ্যে দুর্নীতিই দেখতে পান না প্রধানমন্ত্রী, আসলে 'মা-ছেলে' (সোনিয়া-রাহুল) ছাড়া আর কিছুই তো উনি দেখতে পান না।

এদিকে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সরকারের তীব্র নিন্দা করে মোদীর অভিযোগ, এরাজ্যে যত সংখ্যক অস্ত্র লাইসেন্স রয়েছে, তা এখানকার মোট পরিবারের সংখ্যার চেয়েও বেশি।

এদিন বক্তব্য রাখেন বিজেপি প্রার্থী উমা ভারতীও। বহিরাগত বলে তাঁর উপর যে ছাপ্পা লাগানো হয়েছে, তার পরিপ্রক্ষিতে তিনি বলেন, যারা আমাকে বহিরাগত আখ্যা দিচ্ছেন, আমি তাঁদের কাছে জানতে চাই, সোনিয়া গান্ধীকে কোথা থেকে এসেছেন? তাঁরা সোনিয়া গান্ধীকে গ্রহণ করতে পারেন অথচ ললিতপুরের মেয়েকে গ্রহণ করতে পারবেন না।

একইসঙ্গে রাহুল গান্ধীর সমালোচনা করে তিনি বলেন, বুন্ডেলখণ্ডে রাহুল যে বার্তা দিতে চেয়েছেন তা মানুষের কাছে পৌছয়নি। লোকসভা নির্বাচনে জনতার রায়েই তা পরিস্কার হয়ে যাবে।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Rahul Baba says "27,000 crore posts are vacant" & "2 out of 1" children are malnourished in Guj. Only he can explain how this can happen.</p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/statuses/460393989170921472">April 27, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>The way Rahul Baba is making statements with a dash of comedy in them, I think the TV show of Kapil Sharma may soon have to shut shop.</p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/statuses/460394699887349760">April 27, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

English summary
Rahul Gandhi is funnier than comedian Kapil Sharma: Narendra Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X