For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলের বিরুদ্ধে আনা শোকজ নোটিস নিয়ে শেষমেশ এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

গেরুয়া শিবিরের শক্ত দুর্গ গুজরাতে ভোট গণনা শুরু হতেই চড়ছে রাজনৈতিক উত্তেজনা।

  • |
Google Oneindia Bengali News

গেরুয়া শিবিরের শক্ত দুর্গ গুজরাতে ভোট গণনা শুরু হতেই চড়ছে রাজনৈতিক উত্তেজনা। অন্যদিকে, এর আগেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ওপর থেকে শো কজের নোটিস সরিয়ে নিল নির্বাচন কমিশন। উল্লেখ্য, গুজরাত নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে রাহুল গান্ধী এক টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেন। আর তা নিয়েই রাহুলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে শোকজন নোটিস আনে নির্বাচন কমিশন।

রাহুলের বিরুদ্ধে আনা শোকজ নোটিস নিয়ে শেষমেশ এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

[আরও পড়ুন:এক সময়ে ছদ্মনামের আশ্রয় নিতে বাধ্য হন রাহুল, জেনে নিন তাঁর জীবনের কিছু অজানা ঘটনা][আরও পড়ুন:এক সময়ে ছদ্মনামের আশ্রয় নিতে বাধ্য হন রাহুল, জেনে নিন তাঁর জীবনের কিছু অজানা ঘটনা]

ডিসেম্বর ১৩ -তে রাহুল গান্ধীকে ওই শোকজ নোটিশটি ধরিয়ে দেয় নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধে নির্বাচনী আইন, মডেল কোড বিধি ভাঙার অভিযোগ দায়ের হয়। তবে গুজরাত নির্বাচনের ফলপ্রকাশের আগের রাতে একটি বিশেষ কমিটি বসিয়ে, তার দ্বারা এই নির্বাচনে কমিউনিকেশন প্রযুক্তি বিষয়ক কিছু জিনিস নজরে আনার কথা জানিয়েছে। এদিকে, রাহুলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের এই অভিযোগের প্রেক্ষিতে কংগ্রেস সরব হয়। দায়ের করা হয় অভিযোগ।

কংগ্রেস প্রশ্ন তোলে কেন নির্বাচন কমিশন নিউজ চ্যানেলগুলির বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে কেবল মাত্র রাহুল গান্ধীর বিরুদ্ধে ব্য়বস্থা নিয়েছে। এছাড়াও এই ধরনের নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে তুলে বেশ সরব হয় কংগ্রেস। এরপরই নির্বাচন কমিশনের তরফে রাহুলের বিরুদ্ধে শোকজ নোটিস সরিয়ে নেয়।

English summary
WITH THE Election Commission (EC) ordering the setting up of a panel to relook the role of modern “communication technologies” in the last 48 hours leading to voting, it withdrew its notice issued to Congress leader Rahul Gandhi for giving interviews to TV channels a day before the second phase of the Gujarat polls.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X