For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল কি কংগ্রেসের হাত ধরেই চলবে! সমীকরণ বদলের আভাস রাহুলের বৈঠকে

তৃণমূল কি কংগ্রেসের হাত ধরেই চলবে! সমীকরণ বদলের আভাস রাহুলের বৈঠকে

  • |
Google Oneindia Bengali News

ভোট ঘোষণা হয়ে গিয়েছে। এবার প্রচার শুরুর অপেক্ষা। করোনা আবহে এবার জোর দেওয়া হয়েছে ভার্চুয়াল প্রচারে। তার আগে গোয়ার রাজনৈতিক সমীকরণে বদলের আভাস মিলেছে। তৃণমূলের 'জোটবার্তা'কে আগেই স্বাগত জানিয়েছিল কংগ্রেস, এবার রাহুল গান্ধী গোয়ার কংগ্রেসের নেতৃত্বের বৈঠক করে বুঝিয়ে দিলেন খেলা ঘুরতে চলেছে সৈকত-রাজ্যে।

রাহুলের বৈঠকে শুরু জোট জল্পনা

সোমবার কংগ্রেস হাইকম্যান্ড রাহুল গান্ধী শীর্ষ কংগ্রেস নেতা পি দিদম্বরম ও কেসি বেণুগোপালের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে তৃণমূলের সঙ্গে জোট গড়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে বিশেষ সূত্রের খবর। এই বৈঠকের পরেই আবার তলব করা হয়েছে গোয়ার কংগ্রেস নেতৃত্বকে। স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করেই কংগ্রেস চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।

কংগ্রেস-তৃণমূল জোট প্রসঙ্গে চিদম্বরম

কংগ্রেস-তৃণমূল জোট প্রসঙ্গে চিদম্বরম

তৃণমূলের কাছ থেকে জোটবার্তা পাওয়ার পর গোয়া কংগ্রেসের পর্যবেক্ষক পি চিদম্বরম এক তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি কোনও দল বিজেপিকে হারাতে কংগ্রেসকে সমর্থন করতে চায়, তাহলে আমি না বলার কেন? তাঁর ওই তাৎপর্যপূর্ণ মন্তব্যের পর জল্পনা বেড়েছিল গোয়ায় কংগ্রেস-তৃণমূল জোট নিয়ে।

সরকারিভাবে প্রস্তাবের অপেক্ষায় কংগ্রেস

সরকারিভাবে প্রস্তাবের অপেক্ষায় কংগ্রেস

পি চিদম্বরম বলেছিলেন, গোয়ায় কংগ্রেসই প্রধান বিরোধী দল। কংগ্রেস একার ক্ষমতায় বিজেপিকে এই রাজ্যে হারাতে সমর্থ। তবে কোনও দল যদি বিজেপিকে হারাতে আমাদের সমর্থন করতে চায়, তাহলে আমরা না বলার কে? তিনি বলেন, জোট নিয়ে তৃণমূলের বার্তা সংবাদপত্রে পড়েছি। কোনও প্রস্তাব আমাদের কাছে সরকারিভাবে আসেনি। তা আসে কি না আমরা আগে দেখি, তারপর বিবেচনা করা হবে।

গোয়ার রাজনৈতিক সমীকরণ প্রসঙ্গে

গোয়ার রাজনৈতিক সমীকরণ প্রসঙ্গে

গোয়ার রাজনীতিতে এখনও পর্যন্ত কংগ্রেসের সঙ্গে জোট হয়েছে গোয়া ফরওয়ার্ড পার্টির। এরপরেও যদি কোনও দল বিজেপিকে হারাতে আমাদের সঙ্গে জোট করতে চায়, আমাদের সমর্থন করতে চায়, আমরা তাদের স্বাগত জানাচ্ছি। কংগ্রেসের শীর্ষ নেতাদের এহেন বক্তব্যের পর হাইকম্যান্ড রাহুল গান্ধীর বৈঠকে বসা এবং গোয়ার নেতৃত্বকে তলব করার পিছনে ভিন্ন সমীকরণের সম্ভাবনা লুকিয়ে থাকতেই পারে। রাজনৈতিক মহল মনে করছে, দিন কয়েকের মধ্যেই গোয়ার রাজনৈতিক সমীকরণ স্পষ্ট হয়ে যাবে।

তৃণমূল ও কংগ্রেসের মধ্যে জোটের জল্পনায়

তৃণমূল ও কংগ্রেসের মধ্যে জোটের জল্পনায়

সম্প্রতি তৃণমূলের গোয়ার পর্যবেক্ষক সাংসদ মহুয়া মৈত্র একটি টুইট করেন। তাঁর সেই টুইটের পর থেকেই গোয়ায় তৃণমূল ও কংগ্রেসের মধ্যে জোটের জল্পনা শুরু হয়েছে। তবে সরকারিভাবে এই জোট বা জোটের সম্ভাবনা নিয়ে কোনও দলই মুখ খোলেনি। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, শীঘ্রই দুই দলই জোট নিয়ে তাঁদের অবস্থান স্পষ্ট করে দেবে। আপাতত বিরোধীরা সেই সম্ভাবনার দিকেই পথ চেয়ে রয়েছে গোয়ায়।

English summary
Rahul Gandhi increases speculation to meet with Goa Congress leadership for alliance with TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X