For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩ রাজ্যে মুখ্যমন্ত্রীপদে একাধিক দাবিদার! নির্বাচনে অভিনব পন্থা রাহুলের

মুখ্যমন্ত্রী নির্বাচন করতে অভিনব পন্থা নিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে তৃণমূল পর্যায়ে পৌঁছে গেলেন তিনি। পদ্ধতি গণতান্ত্রিক এবং অনেকটা গোপন ব্যালটের মতো।

  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী নির্বাচন করতে অভিনব পন্থা নিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে তৃণমূল পর্যায়ে পৌঁছে গেলেন তিনি। পদ্ধতি গণতান্ত্রিক এবং অনেকটা গোপন ব্যালটের মতো। গত ২৪ ঘন্টার বেশি সময় ধরে রাহুল গান্ধীর অডিও ম্যাসেজ পৌঁছে গিয়েছে তিনরাজ্যের ২.৪ লক্ষ দলীয় কর্মীর কাছে। সেখানে তাঁদের কাছে জানতে চাওয়া হচ্ছে কাকে চান মুখ্যমন্ত্রী হিসেবে। বলা হচ্ছে সম্পূর্ণ গোপন থাকবে এই ব্যবস্থা।

৩ রাজ্যে মুখ্যমন্ত্রীপদে একাধিক দাবিদার! নির্বাচনে অভিনব পন্থা রাহুলের

অডিও বার্তায় শোনা যাচ্ছে, রাহুল গান্ধী তিন রাজ্যে দলীয় নেতৃত্বকে জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছেন। পরেই তিনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, রাজ্যে কে হতে পারেন মুখ্যমন্ত্রী। এক নামই জানতে চাওয়া হচ্ছে। একই সঙ্গে রাহুলের গলাতেই আশ্বাস, তিনি একমাত্র জানবেন নাম। অন্য কেউ নয়। একটি বিপ শব্দের পর কথা বলতে অনুরোধ করা হয়েছে।

তারা এটার জন্যই অপেক্ষা করছেন। এটাই নতুন কংগ্রেস। কর্মী-সমর্থকদের কথা আগে শোনা হচ্ছে। কংগ্রেস সূত্রের খবর এমনটাই।

কৌশলগত কারণেই কংগ্রেস কোনও রাজ্যেই ভোটের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি। দলে কোনও ভাগ তৈরি না করে প্রচারের ওপর জোর দেওয়া হয়েছিল।

রাজস্থানে জয়ী বিধায়কদের দুই তৃতীয়াংশ সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। বাকিরা চান অশোক গেহলটকে।

মধ্যপ্রদেশে লড়াই বর্ষীয়ন কমলনাথ এবং রাহুলের কাছের বলে পরিচিত জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মধ্যে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কংগ্রেস কমলনাথকেই বেছে নিতে চলেছে।

ছত্তিশগড়ে লড়াই রাজ্য কংগ্রেস সভাপতি ভূপেশ বাঘেল, টিএস সিং দেও এবং তাম্রধ্বাজ সাহুর মধ্যে।

English summary
Rahul Gandhi Here, Tell Me Your Choice": Audio Poll For Chief Minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X