rahul gandhi jammu and kashmir congress narendra modi রাহুল গান্ধী জম্মু ও কাশ্মীর কংগ্রেস নরেন্দ্র মোদী
কাশ্মীরের পরিস্থিতি নিয়ে গোপনীয়তা কেন? মোদীকে প্রশ্ন রাহুলের
কাশ্মীরে অশান্তি হচ্ছে কিনা তা নিয়ে গোপনীয়তার পরিবেশ কেন তৈরি করা হচ্ছে? সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করলেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন কাশ্মীরে কী পরিস্থিতি রয়েছে তা গোপন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সত্যিটা দেশবাসীর কােছ প্রকাশ্যে আসতে দিতে চাইছেন না তিনি।

উপত্যকায় বিক্ষোভ এবং হিংসার খবর শোনা যাচ্ছে। তা কতটা সত্যি সেটা জানানো উচিত সরকারের এই নিয়ে দেশবাসীর কাছে একটি স্বচ্ছ রিপোর্ট তুলে ধরার দাবি জানিয়েছেন রাহুল গান্ধী। রাহুল জানিয়েছেন বেশ কিছু খবর শোনা যাচ্ছে যে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি অত্যন্ত খারাপ। গোটা দেশে এই নিয়ে নানা রকম খবর শোনা যাচ্ছে। দেশবাসীর স্বার্থেই এই বিষয়ে একটি স্বচ্ছ রিপোর্ট পেশ করা উচিত বলে জানিয়েছেন রাহুল। কেন এই গোপনীয়তা রেখেছেন মোদী সরকার এই নিয়ে প্রশ্ন তুলেছেন মোদী।
[আরও পড়ুন:পিওকে-তে ফের সক্রিয় হচ্ছে জঙ্গি শিবির, উত্তেজনা বাড়ছে সীমান্তে]
৩৭০ ধারা বিলোপের পর উপত্যকার পরিস্থিতি কেমন, সেখানকার বাসিন্দারা কেমন আছেন সেটা জানার অধিকার রয়েছে দেশবাসীর। এমনকী কাশ্মীরের একাধিক জায়গায় ইন্টারনেট এবং খবরের কাগজ, টেলিভিশন কিছুই দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে সে অংশের বাসিন্দারা অন্ধকারের মধ্যে রয়েছেন। তাই এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাহুল গান্ধী।
[আরও পড়ুন: গত ৬ দিনে একটি গুলিও চলেনি কাশ্মীরে, দাবি পুলিসের]