For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজীবের মৃত্যুর পরও কেন রাজনীতিতে! পড়ুয়াদের সামনে অকপট স্বীকারোক্তি রাহুলের

আমার কাছে বিকল্পও ছিল। কিন্তু বিকল্প থাকা সত্ত্বেও আমি রাজনীতিকে বেছে নিয়েছি। এটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল। পড়ুয়াদের মঞ্চে জানালেন রাহুল গান্ধী।

Google Oneindia Bengali News

বাবা মারা যাওয়া সত্ত্বেও আমি রাজনীতিতে আসলাম কেন- এই প্রশ্নটা অনেকের মুখেই শুনেছেন রাহুল। এদিনও পড়ুয়াদের মুখোমুখি হয়ে এই প্রশ্নের উত্তরে রাহুল জানালেন, 'বাবা মারা যাওয়া সত্ত্বেও আমি রাজনীতিতে এসেছি, কারণ বাবা মারা যাবার দিনই আমি ঠিক করেছিলাম রাজনীতিতে আসব। আমার কাছে বিকল্পও ছিল। কিন্তু বিকল্প থাকা সত্ত্বেও আমি রাজনীতিকে বেছে নিয়েছি। এটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল। আমি বিশ্বস করি কংগ্রেস বহুমুখী ভাবধারায় বিশ্বাসী। তাই দাদি-বাবার অসম্পূর্ণ রাজ আমাকেই শেষ করতে হবে।'

রাজীবের মৃত্যুর পরও কেন রাজনীতিতে! অকপট রাহুল

কর্ণাটকের মাইসোরে নির্বাচনী প্রচারে এসে পড়ুয়াদের মুখোমুখি হয়ে অকটপটেই কংগ্রেস সভাপতি রাহুল জানালেন তাঁর মনের মধ্যে লুকিয়ে থাকা সেই কঠিন সময়ের কথা। রাজীব গান্ধী যেদিন আততায়ীর গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন, সেদিনই তাঁর মন থেকে সব ভয় উধাও হয়ে গিয়েছিল। সেদিনই তিনি একপ্রকার সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলেন, ভবিষ্যতে তিনিও বাবার মতো রাজনীতিতেই আসবেন।

রাজীবের মৃত্যুর পরও কেন রাজনীতিতে! অকপট রাহুল

উল্লেখ্য, রাজীব গান্ধীকে পরিস্থিতি বাধ্য করেছিল রাজনীতিতে আসার জন্য। মা ইন্দিরার মৃত্যুর পর তাঁর কাছে উপায় ছিল না, মায়ের অসম্পূর্ণ কাজ, দেশ সুরক্ষার কাজ ফেলে তাঁর জীবনের লক্ষ্যে ছুটে যাওয়া। তেমনই রাহুলও পরিস্থিতি মেনেই সিদ্ধান্ত নিয়েছেন রাজনীতিতে আসার। তিনি মনে করেছেন কংগ্রেসের বহুমুখী ভাবধারাকে দেশের সামনে তুলে ধরতে হবে। আর সেই দায়িত্ব তাঁকেই নিতে হবে।

এর আগে সিঙ্গাপুরে আইআইএমের প্রাক্তন ছাত্রদের সম্মেলন উপস্থিত হয়ে রাহুল আর এক অন্য অনুভূতি ভাগ করে নিয়েছিলেন। বাবার মৃত্যুর ২৭ বছর পর রাহুল গান্ধী তাঁর আশঙ্কার কথা স্বীকার করেছিলেন ছাত্র-সম্মেলনে। বলেছিলেন, 'আমি বা আমার বোন প্রিয়াঙ্কা দুজনেই জানতাম, বাবাকে একদিন হত্যা করা হবে। এই আশঙ্কা আমাদের মধ্যে প্রথম থেকেই ছিল। বাবা রাজনীতিতে আসার পর পর থেকেই আমাদের এই আশঙ্কা গ্রাস করেছিল।'

রাজীবের মৃত্যুর পরও কেন রাজনীতিতে! অকপট রাহুল

রাহুল বলেন, 'আমার দাদি (ইন্দিরা গান্ধী) আমাকে বলেছিলেন যে কোনওদিন তাঁর মৃত্যু ঘটতে পারে। তারপর তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। তারপর বাবা যখন রাজনীতিতে এল, তখন আমি বাবাকে বলেছিলাম, বাবা রাজনীতিতে এলে তোমাকেও দাদির মতো মরতে হবে। আমি তখন চাইনি বাবা রাজনীতিতে আসুক।' তবে এদিন তাঁর কথায় স্পষ্ট হল, বাবার মৃত্যুর পর মনকে পাথর করে তিনিও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন রাজনীতিতে আসার ব্যাপারে।

English summary
Congress President Rahul Gandhi had decided to come in politics on his father Rajib Gandhi’s death. Rahul says this on the stage of Maisore of Karnataka.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X