For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাগরে জনসভায় মশার কামড় ও গ্রামের জল খেয়ে পেটের গোলোযোগের গল্প শোনালেন রাহুল

Google Oneindia Bengali News

সাগরে জনসভায় মশার কামড় ও গ্রামের জল খেয়ে পেটের গোলোযোগের গল্প শোনালেন রাহুল
সাগর (মধ্যপ্রদেশ), ২৪ অক্টোবর : বিজেপি শাসিত মধ্যপ্রদেশের সাগরে বক্তৃতা দিতে উঠে ২০০৯ সালে নির্বাচনী প্রচারে কীভাবে ২৫০০০ মশার কামড় খেয়েছিলেন, কীভাবে গ্রামের জল খাওয়ার পরই পেটের গোলোযোগ দেখা দিয়েছিল সেই গল্পই তুলে ধরলেন কংগ্রেসের উপাধ্যক্ষ রাহুল গান্ধী।

বিজেপির সমালোচনাহেতুই যে বৃহস্পতিবার এই সব গল্প তুলে ধরেছিলেন রাহুল তা বুঝতে কারও এতটুকু অসুবিধা হয়নি। এদিন বুন্দেলখণ্ড এলাকার সাগরে সত্তা পরিবর্তন জনসভায় যোগ দিয়ে বিজেপির রাজনীতি কৌশলকে বাতানুকুল ঘরের রাজনীতি বলে মন্তব্য করেন তিনি।

এদিন নিজের পরিবারের কোনও গল্প শোনাননি কংগ্রেস উপাধ্যক্ষ। বরং প্রথম থেকেই বিজেপিরে তির্যক মন্তব্যের আক্রমণে বিদ্ধ করতে শুরু করেন রাহুল। আসন্ন নির্বাচনে কংগ্রেসের জয় নিশ্চিত বলেও মন্তব্য করেন রাহুল।

মধ্যপ্রদেশে দীর্ঘদিন ধরেই কংগ্রেসের অন্দরেই বেশ কিছু সমস্যা রয়েছে। শোনা যায় বিশেষত, কমল নাথ, দিগ্বিজয় সিং, সিন্ধিয়াদের মতো শীর্ষ নেতারাই এই সমস্যা তৈরির মূলে। আর তার ফলেই মধ্যপ্রদেশে ভিতর ভিতর দুই দলে ভাগ হয়ে গিয়েছে কংগ্রেস।

কিন্তু কংগ্রেসের অন্দরে যাই থাক প্রায় দশ মিনিটের বক্তৃতায় বিজেপির সমালোচনায় একটা একের পর এক অভিযোগ আনেন রাহুল। বলেন ভারতের উজ্জ্বল রাজনীতি কখনও বুন্দেলখণ্ডের মানুষের কথা শোনেনি। এনডিএ সরকার যে পরিমাণ রাস্তা তৈরি করেছে তার তিনগুন রাস্তা তৈরি করেছে ইউপিএ সরকার। কংগ্রেস দারিদ্র ও খাদ্য সমস্যা দূরীকরণে কাজ করলে বিজেপি টাকা কোথা থেকে আসছে এই প্রশ্ন তুলে কাজে বাধা দেওয়ার চেষ্টা করে বলেও মন্তব্য করেন রাহুল।

English summary
When Rahul Gandhi had 25,000 mosquito bites, stomach bug
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X