For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউএসপি কর্ণাটক, মমতার দেখানো পথে রাহুলের মহাজোট বার্তায় সলতে পাকানো শুরু

বিরোধীদের এই এককাট্টা মনোভাব দেখেই তাঁর বার্তা, আগামী দিনে একজোট হয়ে আমরা বিজেপিকে হারাব। ২০১৯-এ তাঁর এই মহাজোট বার্তার পর মোদী বিরোধী জোটের সলতে পাকানো ফের শুরু হয়ে গেল।

Google Oneindia Bengali News

বিজেপিকে হারাতে বিরোধীরা যেভাবে এককাট্টা হয়েছে, তা দেখে নিজেকে গর্বিত মনে করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বিরোধীদের এই এককাট্টা মনোভাব দেখেই তাঁর বার্তা, আগামী দিনে একজোট হয়ে আমরা বিজেপিকে হারাব। ২০১৯-এ তাঁর এই মহাজোট বার্তার পর মোদী বিরোধী জোটের সলতে পাকানো ফের শুরু হয়ে গেল।

ইউএসপি কর্ণাটক, মমতার দেখানো পথে রাহুলের মহাজোট বার্তায় সলতে পাকানো শুরু

সোমবার কংগ্রেসের সমর্থনে জেডিএসের সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে মিলিত হচ্ছেন মোদী-বিরোধী জোটে আগ্রহী প্রায় সমস্ত অবিজেপি দলের মুখ্যমন্ত্রী ও নেতা-নেত্রীরা। কুমারস্বামীর শপথে অংশ নিতে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীও। আসছেন চন্দ্রবাবু নাইডু, চন্দ্রশেখর রাও, অখিলেশ যাদব-সহ বহু নেতানেত্রী।

আদতে কর্ণাটক জোট সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে মোদী বিরোধী জোট গঠনের নয়া এক মঞ্চ। ২০১৯-এর লক্ষ্যে বিরোধী ঐক্য তৈরি করার প্রয়াস চলছে অনেকদিন ধরে। সেই বিরোধী ঐক্য গড়ে তুলতে একধার থেকে সমস্ত বিরোধী দলের নেতা-নেত্রীকে ফোন করা হয়েছে, আমন্ত্রণ জানানোর হয়েছে প্রত্যেককে।

কর্ণাটকের ফলাফল বের হওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যস্থতা করছিলেন। কংগ্রেসের সমর্থনে জেডিএসকে সরকার গঠনের আর্জি জানানোর পাশাপাশি ফোনে দেবেগৌড়ার সঙ্গে আলোচনা ও আর্জি এবং নতুন মুখ্যমন্ত্রী হতে চলা কুমারস্বামীকে প্রয়োজনীয় বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোটকথা মোদী বিরোধী জোটের গৌরচন্দ্রিকা তৈরি করে দিয়েছিলেন মমতাই। এবার সেখানেই সলতে পাকানোর কাজ শুরু হয়েছে।

এদিন ইয়েদুরাপ্পার বিরুদ্ধে আস্থা ভোটে বিএসপি প্রার্থী ও নির্দল প্রার্থীও কংগ্রেস-জেডিএসের দিকে ছিল। ইয়েদুরাপ্পা সরকারের ইস্তফার পর তাই বিএসপি নেত্রী মায়াবতীও বিরোধী জোটের বার্তা দেন। বিজেপি সরকারকে হটাতে দেশজুড়ে যে একতার আওয়াজ উঠেছে, তা ফের এদিন স্মপণ করিয়ে দেন মায়াবতী। মোদী-শাহদের পরিকল্পনা ভেস্তে গিয়েছে। এখন ২০১৯-এর চ্যালেঞ্জ সামলানো তাঁদের পক্ষে কঠিন বলে জানিয়েছেন বহিনজি।

English summary
Congress president Rahul Gandhi gives message of alliance according to way of Mamata Banerjee. All the anti Modi party leaders present in Kumarswamy’s oath on Monday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X