For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কথা রাখলেন রাহুল! কেরলে ভূমিধসে ক্ষতিগ্রস্ত 'দুই বোন' -এর জন্য বড় পদক্ষেপ কংগ্রেস নেতার

  • |
Google Oneindia Bengali News

তিনি ওয়ানাদের সাংসদ। আর সাংসদ হয়ে সাংসদের দায়িত্ব পালনে পিছপা হলেন না রাহুল গান্ধী। শুধু ফাঁকা প্রতিশ্রুতিই নয়, সেই প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর রাহুল দাঁড়ালেন কেরলের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দুই বোনের পাশে।

কথা রাখলেন রাহুল! কেরলে ভূমিধসে ক্ষতিগ্রস্ত দুই বোন -এর জন্য বড় পদক্ষেপ কংগ্রেস নেতার

কেরলের কাবালাপুরাতে গত বছর প্রবল বন্যার জেরে ভূমি ধস দেখা যায়। বিধ্বংসী সেই পরিস্থিতিতে চোখের নিমেষে বাড়ি ধসে যায় কে কাব্য ও তাঁর বোন কার্তিকার বাড়ি। স্বজনহারা হয়ে পড়েন তাঁরা মুহূর্তে। এমন অবস্থায় এলাকা পরিদর্শনে গিয়েছিলেন কেরলের ওয়েনাদের সাংসদ তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এলাকার এই দুই বোনের পরিস্থিতি শুনে তিনি প্রতিশ্রুতি দেন যে, এই দুই বোনের মাথায় তিনি ছাদ তুলে দেবেন। আর সেই কথা রেখে নতুন বাড়ির চাবি তিনি তুলে দেন কাব্য ও কার্তিকার হাতে।

কেরলের কাবালাপুরায় বৃষ্টির জেরে একটি পাহাড়ের একটা অংশধসে পড়ে যায়। সেই সময় ৫৯ জনের মৃত্যু হয় জলের স্রোতে বেসে চলে যান ১৭ জন। সেই স্মৃতি আজও বহন করছে কেরল। এরপর এদিন কেরলের সফরে গিয়েছিলেন রাহুল গান্ধী। আর সেই সফরেই তিনি ওই দুই বোনের হাতে তুলে দেন নতুন বাড়ির চাবি।

English summary
Rahul Gandhi gifts house to Kerala girls who lost everything in landslide
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X