For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভালো পরামর্শে অ্যালার্জি! কোভিড টিকা নিয়ে মোদী সরকারকে ফের একবার তোপ রাহুল গান্ধীর

Google Oneindia Bengali News

করোনা টিকা নিয়ে দেশে রাজনৈতিক পারদ ক্রমেই চড়ছে। জনস্বাস্থ্য সম্পর্কিত এরকম একটি ইস্যুতেও যে রাজনীতি হবে, তা হয়ত কেউ ভাবেননি। তবে বর্তমানে বিভিন্ন অ-বিজেপি শাসিত রাজ্যে করোনা টিকার আকাল দেকা দিতেই শুরু হয় কেন্দ্র-রাজ্য চাপানউতোর। এনিয়ে বিজেপিকে বারংবার তোপ দাগা হয়েছে কংগ্রেসের তরফে।

আক্রমণ, পাল্টা আক্রমণ

আক্রমণ, পাল্টা আক্রমণ

টিকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। ভারত থেকে বিদেশে টিকা রফতানি আপাতত স্থগিত রাখার দাবিও তোলেন তিনি। আর এর পরিপ্রেক্ষিতে বিজেপির তরফে পাল্টা আক্রমণ শানানো হয়েছে রাহুল গান্ধীকে। আর এবার সেই আক্রমণের জবাবেই রাহুল গান্ধী অভিযোগ করলেন, ভালো পরামর্শে অ্যালার্জি রয়েছে কংগ্রেসের।

রাহুলের অভিযোগ

রাহুলের অভিযোগ

এদিন এক টুইট বার্তায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লেখেন, 'করোনা ভাইরাস রোধে টিকাকরণের হার বৃদ্ধি আবশ্যক। তাছাড়াও যাদের টিকা দেওয়া হচ্ছে, তাদের হাতে নগদ টাকা দেওয়া উচিত। এটা একজন সাধারণ মানুষের জীবন এবং সার্বিক ভাবে দেশের অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। কিন্তু এই দাম্ভিক সরকার ভালো পরমার্শের প্রতি অ্যালার্জিক।'

টিকা নিয়ে রাজ্য-কেন্দ্র চাপানউতোর

টিকা নিয়ে রাজ্য-কেন্দ্র চাপানউতোর

এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী মোদীকে রাহুল গান্ধী টিকাকরণ ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লেখেন। করোনা টিকা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠির জবাবে রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ করলেন রবিশঙ্কর প্রসাদ৷ তিনি বলেন, 'কংগ্রেস শাসিত রাজ্য়গুলিতে করোনা টিকার ঘাটতি হয়নি৷ কিন্তু কংগ্রেসের সদিচ্ছার অভাব রয়েছে৷'

রাহুলকে তোপ রবিশঙ্কর প্রসাদের

রাহুলকে তোপ রবিশঙ্কর প্রসাদের

রবিশঙ্কর প্রসাদ লিখেছেন, 'রাহুল গান্ধীর জানা দরকার করোনা টিকা নিয়ে যে কংগ্রেস শাসিত রাজ্য়ে যে ঘাটতির কথা বলা হচ্ছে আদতে তা টিকার কোনও ঘাটতি নয়৷ করোনা টিকা দেওয়ার জন্য় সদিচ্ছার অভাব রয়েছে৷' এই প্রসঙ্গে তিনি আরও বলেন, 'তাঁর উচিত তাঁর দল যেখানে যেখানে সরকার গঠন করেছে সেখানকার প্রশাসনকে চিঠি লেখা৷ তাঁদের তোলাবাজি বন্ধ করতে বলা দরকার৷ এবং কয়েক লাখ টিকা নিয়ে তারা যে বসে আছে সেগুলি সঠিক প্রয়োগ করা দরকার৷ তিনি (রাহুল গান্ধী) করোনা টিকা নিতে চান না, নাকি বিদেশ ভ্রমণে তিনি যখন যান, তখন অন্য় কোনও দেশ থেকে টিকা ইতিমধ্য়েই নিয়ে নিয়েছেন৷ যা প্রকাশ্য়ে আনতে চান না৷'

English summary
Rahul Gandhi fresh jibe at Centre about Coronavirus Vaccine, said Govt allergic to good suggestions
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X