For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল গান্ধী ভোটের আগেই ঘোর বিপাকে! আমেথির পর ওয়ানাডেও সংশয়

আমেথিতে মনোনয়ন নিয়ে একদিন আগেই বিপাকে পড়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবার তিনি সমস্যায় কেরলের ওয়ানাডেও। ওয়ানাডে এনডিএ প্রার্থী টি ভেল্পাপ্পলিও তাঁর বিরুদ্ধে অভিযোগ করলেন নির্বাচন কমিশনে।

Google Oneindia Bengali News

আমেথিতে মনোনয়ন নিয়ে একদিন আগেই বিপাকে পড়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবার তিনি সমস্যায় কেরলের ওয়ানাডেও। ওয়ানাডে এনডিএ প্রার্থী টি ভেল্পাপ্পলিও তাঁর বিরুদ্ধে অভিযোগ করলেন নির্বাচন কমিশনে। তিনি রাহুল গান্ধীর মনোনয়ন ফের একবার পর্যালোচনা করার জ্য অনুরোধ জানিয়েছেন।

লোকসভায় রাহুলের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন ওয়ানাডেও

তিনি নির্বাচনী আধিকারিককের কাছে আবেদন করেন, রাহুল গান্ধীর ওয়ানাড কেন্দ্রের মনোনয়নপত্রের অনুমোদন আরও একবার পর্যালোচনা করার অনুরোধ করছি। এবং রাহুল গান্ধীর মনোনয়নের বৈধতা আরও একবার পরীক্ষা করা হোক। এবং মনোনয়ন প্রত্যাখ্যান করা হোক। যদিও এ ব্যাপারে নির্বাচন কমিশন ওখনও কিছু জানায়নি।

শনিবার রাহুল গান্ধীর আমেথি কেন্দ্রে মনোনয়নপত্রের বৈধতা যাচাইয়ের উপর স্থগিতাদেশ জারি করেন উত্তরপ্রদেশের আমেথির রিটার্নিং অফিসার রাম মনোহর মিশ্র। তাঁর নাগরিকত্ব ও শিক্ষাগত যোগ্যতার নথি নিয়ে অভিযোগ ওঠায় ২২ এপ্রিল পর্যন্ত তা স্থগিত করে দেয় নির্বাচন কমিশন।

আমেথিতে রাহুলের প্রার্থীপদে মনোনয়ন নিয়ে অসঙ্গতির অভিযোগ করেন নির্দল প্রার্থী ধ্রুব লাল। ধ্রুব লালের আইনজীবী রবি প্রকাশ জানান, ইংল্যান্ডে পেশ করা একটি শংসাপত্রে নিজেকে ব্রিটিশ নাগরিক হিসাবে ঘোষণা করেছিলেন রাহুল গান্ধী। একজন অ-ভারতীয় নাগরিক কী করে দেশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

English summary
Rahul Gandhi faces big trouble also in Wanad after Amethi. NDA questions about Rahul’s nomination in Wanad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X