For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চুল নেই, মান তো আছে, রাহুল গান্ধীর মন্তব্যে গোঁসা 'টাকবাবু'-দের

Google Oneindia Bengali News

চুল নেই, মান তো আছে, রাহুল গান্ধীর মন্তব্যে গোঁসা 'টাকবাবু'-দের
নাসিক, ২৪ জানুয়ারি : চুল নেই। মাথায় টাক পড়েছে। এত মজা করার কি আছে। চুল গিয়েছে বলে তো আর মান অপমান বোধ হারায়নি। যে যা বলবে তা শুনতে হবে নাকি। বিশেষ করে কংগ্রসের মতো প্রবীন দলের সহ সভাপতির মুখে অন্তত এ ধরণের কথা মানায় না। কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে রীতিমতো ক্ষোভে ফুসছেন মাথায় টাক পড়ে যাওয়া নাসিকের মানুষ। অভিযোগ,মোর্চা, স্মারকলিপি সে ধুন্ধুমার কাণ্ড।

আহা কিন্তু হলটা কী? ঘটনার সূত্রপাত সম্প্রতি এআইসিসি মিট-এ রাহুল গান্ধীর একটি মন্তব্যকে কেন্দ্র করে। সেদিন বিরোধী দল বিজেপিকে কটাক্ষ করে রাহুল বলেছিলেন, "ওঁরা টাক মাথার মানুষকেও চিরুণি বিক্রি করতে পারে।" আর রাহুলের এই কথাতেই যার পর নায় ক্ষুব্ধ মহারাষ্ট্রের নাসিকের এই মাথার চুলে টাক পড়ে যাওয়া সম্প্রদায়।

রাহুল বলেছিলেন, "ওঁরা টাক মাথার মানুষকেও চিরুণি বিক্রি করতে পারে"

জলগাঁও জেলার আমালনের শহরের এই বিক্ষুব্ধ মানুষজন প্রতিবাদে রাস্তায় নামেন বৃহস্পতিবার। রাহুলের "ওঁরা টাক মাথার মানুষকেও চিরুণি বিক্রি করতে পারে"- মন্তব্যের প্রতিবাদে এই দীর্ঘ মিছিল চলে রাস্তায়।

বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল সাব ডিভিশনাল আধিকারিকের কাছে এই মর্মে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন। স্মারকলিপিতে বলা হয়েছে যদিও বক্তব্যটি বিজেপিকে উদ্দেশ্য করে বলা হয়েছিল তবুও তাঁদের মতে রাহুল নিজের ব্যাঙ্গ দিয়ে প্রাকৃতিক নিয়মকে আক্রমণ করেছেন। প্রতিনিধি দলের শিবাজি পাটিলের কথায়, টাক পড়ে যাওয়া প্রাকৃতিক নিয়ম। তা নিয়ে কারও ব্যঙ্গ করা সাজে না। আমরা রাহুলের মন্তব্যের বিরোধিতা করছি।

বিরোধীদের করা কটাক্ষ এভাবে প্রতিবাদের চেহারা নিয়ে তার দিকেই ধেয়ে আসবে তা কী দুঃস্বপ্নেও ভাবতে পেরেছিলেন রাহুল!

English summary
Rahul Gandhi faces bald attack from bald men in Nasik
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X