For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ড্রামাবাজ' রাহুল! পরিযায়ী শ্রমিক ইস্যুতে কংগ্রেস নেতাকে জোড়া ফলার আক্রমণ নির্মলা-স্মৃতির

'ড্রামাবাজ' রাহুল! পরিযায়ী শ্রমিক ইস্যুতে কংগ্রেস নেতাকে জোড়া ফলার আক্রমণ নির্মলা-স্মৃতির

  • |
Google Oneindia Bengali News

শনিবার বিকেলে দক্ষিণ দিল্লিতে পথচলতি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে রাস্তায় বসে কথা বার্তা বলতে দেখা যায় রাহুল গান্ধীকে। সেই ঘটনার পর থেকে জাতীয় রাজনীতিতে দোলাচল শুরু হয়ে গিয়েছে। এদিন আর্থিক প্যাকেজ ঘোষণার সময় নির্মলা সীতারমন রাহুলের পদক্ষেপকে কটাক্ষ করতে ছাড়েননি। অন্যদিকে, বিজেপির আরও এক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সুর চড়িয়ে আক্রমণের মাত্রা বাড়িয়ে দেন।

'হাত জোড় করে বলছি'

'হাত জোড় করে বলছি'

এদিন সাংবাদিক সম্মেলনের শেষে নির্মলা সীতারমনকে প্রশ্ন করা হয় গতকাল রাহুল গান্ধীর পরিযায়ী শ্রমিকদের সঙ্গে রাস্তায় নেমে কথা বলা প্রসঙ্গে। উত্তর দিতে গিয়ে নির্মলা বলেন, ' আমি হাত জোড় করে বলছি, নম্রভাব বলছি আমাদের সকলকে একযোগে এসে পরিযায়ী শ্রমিকদের সংকট কাটাতে হবে।'

কংগ্রেসকে ঝাঁঝালো তোপ

কংগ্রেসকে ঝাঁঝালো তোপ

এরপরি সুর চড়িয়ে নির্মলা সীতারমন বলেন, 'আমি জানতে চাই কংগ্রেস পার্টি পরিযায়ী শ্রমিকদের জন্য কেন কিছু করছে না? কেন কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে বা তার শরিক শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের জন্য কিছু করা হচ্ছে না? পরিযায়ী শ্রমিকদের জন্য ব্যবস্থাপনা করা উচিত, যেভাবেই হোক সাহায্য় করা উচিত। যান.. বসে ওঁদের সঙ্গে গল্প করার চেয়ে ওঁদের সঙ্গে হাটুন, ওঁদের ব্যাগটা টুলে সাহায্য করুন।'

রাহুলকে 'ড্রামাবাজ' আখ্যা!

রাহুলকে 'ড্রামাবাজ' আখ্যা!

নির্মলা সীতারমন বলেন, গতকাল যা ঘটেছে ( পরিযায়ী শ্রমিকদের সঙ্গে রাহুল গান্ধীর বসে আলোচনা ) তা এক্কেবারেই 'নাটক'! অর্থমন্ত্রী বলেন, 'ওঁরা আমাদের ড্রামাবাজ বলেন, কালকের ঘটনাকে কী বলবেন? ওটা ড্রামাবাজি।'

 স্মৃতির তোপ

স্মৃতির তোপ

পরিযায়ী শ্রমিকদের সঙ্গে রাস্তায় বসে রাহুলের কথাবার্তা বলার ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির আরও এক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। তিনি এক বেসরকারি চ্য়ানেলকে দেওয়া সাক্ষৎকারে বলেন,' যখন ৫০ এর কাছাকাছি বয়স হয়, আর কোনও সুষ্ঠু কাজ থাকেনা, তখন সেই ব্যক্তির আত্মমর্যাদা চলে যায়। ' এরপরই তিনি রাহুল গান্ধীকে কংগ্রেসের 'অস্বস্তি'র কারণ বলে ব্যাখ্যা করেন।

রাজ্যগুলিকে ৪.২৮ লক্ষ কোটি ঋণদান! করোনা লকডাউন পরিস্থিতিতে স্বস্তি দিল কেন্দ্ররাজ্যগুলিকে ৪.২৮ লক্ষ কোটি ঋণদান! করোনা লকডাউন পরিস্থিতিতে স্বস্তি দিল কেন্দ্র

English summary
Rahul Gandhi Dramebaaz, Nirmala and Smriti Irani attacks Congress on Migrant issue .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X