For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের সভাপতি পদে আর ফিরতে চান না রাহুল গান্ধী! কোন পদ পছন্দ জানিয়ে দিলেন নিজেই

কংগ্রেস সভাপতি পদে আর ফিরতে চান না রাহুল গান্ধী। তাঁর অনুগতরা কংগ্রেস সভাপতির পদে তাঁকে ফিরিয়ে আনার জন্য প্রচার চালালেও, রাহুল গান্ধী দলীয় নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন যে তিনি এই পদে ফিরতে আর আগ্রহী নন

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেস সভাপতি পদে আর ফিরতে চান না ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধী। তাঁর অনুগতরা কংগ্রেস সভাপতির পদে তাঁকে ফিরিয়ে আনার জন্য প্রচার চালালেও, রাহুল গান্ধী দলীয় নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন যে তিনি এই পদে ফিরতে আর আগ্রহী নন। তিনি লোকসভার সদস্যই থাকতে চান। সভাপতি পদে আর ফিরতে চান না।

২০১৯-এ হেরে পদত্যাগ রাহুলের

২০১৯-এ হেরে পদত্যাগ রাহুলের

৪৯ বছর বয়সী রাহুল গত বছরের জুলাইয়ে কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন। ২০১৯-এর নির্বাচনে বিজেপির বিরাট জয়লাভের পর তিনি এই সিদ্ধান্ত নেন। লোকসভা নির্বাচনে দলের হারের দায় স্বীকার করে তিনি পদত্যাগ করেন। উল্লেখ্য, এবার তিনি আমেথি কেন্দ্র থেকেও পরাজয় স্বীকার করেন।

রাহুলের অনুগতদের দাবি

রাহুলের অনুগতদের দাবি

সম্প্রতি মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপির হারের পর রাহুলের অনুগতদের একটি অংশ কংগ্রেস সভাপতি হিসাবে তাঁর ফিরে আসার দাবি তুলেছিলেন। উল্লেখ্য, কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে কংগ্রেসের নেতৃত্বে ফিরেছিলেন সোনিয়া গান্ধী।

রাহুলও স্পষ্ট জানিয়ে দেন ইচ্ছার কথা

রাহুলও স্পষ্ট জানিয়ে দেন ইচ্ছার কথা

দিল্লির বিধানসভা নির্বাচনের আগে এআইসিসির বৈঠকের গুঞ্জন উঠেছিল রাহুলের সভাপতি পদে ফেরা নিয়ে। সেখানে রাহুলের দলীয় সভাপতি পদ প্রত্যাবর্তনের কথা নিয়ে আলোচনা হয়। রাহুলও স্পষ্ট জানিয়ে দেন তাঁর ইচ্ছার কথা। রাজনৈতিক মহলের ধারণা, সোনিয়া গান্ধী সভাপতি হিসেবে দল চালাচ্ছেন রাহুলের সঙ্গে পরামর্শ করে।

তবু সরব অনুগামীরা

তবু সরব অনুগামীরা

রাহুলের অনুগামীরা মনে করছেন, দিল্লি নির্বাচনের পর আরও একটি রাজ্য তথা বিহারে বিধানসভা নির্বাচন হবে। সেই নির্বাচনে আরজেডির সঙ্গে জোট করে লড়বে কংগ্রেস। এই অবস্থায় কংগ্রেসের শীর্ষপদে রাহুল গান্ধীকে ফিরিয়ে আনতে সরব অনুগামীরা। রাহুল নিজে অনড় ফিরতে।

English summary
Rahul Gandhi doesn’t return in post of Congress President. He wants remain in member of Lok Sabha.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X