For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগী-রাজ্যের বিজেপি-ভোটে থাবা বসানোই লক্ষ্য, ‘রত্ন’ তুলতে রাহুল ডুব দেবেন কুম্ভে

গুজরাট বিধানসভা নির্বাচনের সময় থেকে শুরু হয়েছিল রাহুল গান্ধীর মন্দির-ভ্রমণ। তা বজায় ছিল লোকসভা নির্বাচনের ‘সেমিফাইনাল’ যুদ্ধ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন পর্যন্ত।

Google Oneindia Bengali News

গুজরাট বিধানসভা নির্বাচনের সময় থেকে শুরু হয়েছিল রাহুল গান্ধীর মন্দির-ভ্রমণ। তা বজায় ছিল লোকসভা নির্বাচনের 'সেমিফাইনাল' যুদ্ধ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন পর্যন্ত। আর রাহুলের এই 'নরম হিন্দুত্বে'র রাজনীতি যে লোকসভাতেও বজায় থাকবে তা বলাই বাহুল্য। শুরু হয়ে গিয়েছে কুম্ভে রাহুলের পুণ্যস্নানের তোড়জোড়।

কুম্ভে ডুব দেবেন রাহুল গান্ধী

কুম্ভে ডুব দেবেন রাহুল গান্ধী

কংগ্রেসের একটি সূত্র থেকে জানা গিয়েছে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবার কুম্ভমেলায় স্নান করবেন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই রাহুল গান্ধী কুম্ভমেলায় হাজির হবেন এবং পুণ্যস্নান করবেন। রাহুলের এই পুণ্যস্নান নিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে।

১২ ব্রাহ্মণের মন্ত্রোচারণে কুম্ভে ডুব

১২ ব্রাহ্মণের মন্ত্রোচারণে কুম্ভে ডুব

জানা গিয়েছে, হলুদ ধুতি পরিহিত হয়ে ও হলুদ গামছা নিয়ে পুণ্যস্নান করতে নামবেন কংগ্রেস সভাপতি। সেইসময়ে ১২ জন ব্রাহ্মন মন্ত্রোচারণ করবেন। ১২ ব্রাহ্মণের সম্মিলিতভাবে মন্ত্রোচারণ সময়ই ডুব দেবেন রাহুল গান্ধী। তা নিয়ে কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে।

নরম হিন্দুত্বের তাস খেলে মাত

নরম হিন্দুত্বের তাস খেলে মাত

বিজেপি এমনই নরম হিন্দুত্বের তাস খেলে মাত দিয়েছিল গত নির্বাচনে। এবার রাহুল গান্ধী বিজেপির হাতের অস্ত্র কেড়ে নিতে চাইছে। হিন্দুত্বের এই জিগির বিগত নির্বাচনগুলিতে কাজ দিয়েছে। তার জেরে কাঙ্খিত সাফল্যও এসেছে মধ্যপ্রদেশ ও রাজস্থানে। উত্তরপ্রদেশেও এবার সেই কৌশল নিতে চাইছেন রাহুল গান্ধী।

অ্যান্টি হিন্দু তকমা মুছে ফেলাই লক্ষ্য

অ্যান্টি হিন্দু তকমা মুছে ফেলাই লক্ষ্য

রাহুল গান্ধী এই নরম হিন্দুত্বের রাজনীতি করার পিছনে একটা বড় কারণ হল, অ্যান্টি হিন্দু তকমা নিজের গা থেকে মুছে ফেলা। এই প্রয়াস উচ্চবর্ণের ভোটারদের কাছে টানতেও সাহায্য করবে রাহুলকে। কেননা উত্তরপ্রদেশে প্রায় ২৪ শতাংশ উচ্চবর্ণের ভোট রয়েছে। তাঁদের কাছে টানতে পারলে মোক্ষম আঘাত দেওয়া যাবে বিজেপিকে।

English summary
Rahul Gandhi does holy bath at Kumbha in aim of BJP’s vote bank in UP. It is Rahul Gandhi’s strategy to reply BJP and Narendra Modi,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X