For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাজোটে বড় ভাঙন, ২০১৯ লোকসভা নির্বাচনের মহাযুদ্ধে ক্রমেই একা হচ্ছেন রাহুল

বিজেপিকে ছেড়ে মহাজোটের জন্য তদ্বির করেছিলেন তিনি। ধরেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর হাত। সেইমতো তেলেঙ্গানায় কংগ্রেস-টিডিপির জোট হয়েছিল। কিন্তু ফল মেলেনি।

Google Oneindia Bengali News

বিজেপিকে ছেড়ে মহাজোটের জন্য তদ্বির করেছিলেন তিনি। ধরেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর হাত। সেইমতো তেলেঙ্গানায় কংগ্রেস-টিডিপির জোট হয়েছিল। কিন্তু ফল মেলেনি। মুখ থুবড়ে পড়েছিল জোট। এরপর লোকসভায় প্রাক নির্বাচনে জোট না করে একলা চলার সিদ্ধান্ত নিয়ে নিলেন রাহুল। ফলে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় জোট হচ্ছে না কংগ্রেস-টিডিপির।

একা কংগ্রেস!

একা কংগ্রেস!

অন্ধ্রপ্রদেশে ২৫টি আসনেই রাহুল গান্ধী একা লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আনুষ্ঠানিকভাবে তা ঘোষণাও করে দিয়েছেন কংগ্রেস সভাপতি। কংগ্রেস নেতা উমেন চান্ডি ঘোষণা করেছেন অন্ধ্রপ্রদেশের লোকসভার ২৫টি আসনেই তাঁরা প্রার্থী দিচ্ছেন। এমনকী বিধানসভাতেও তাঁরা একা লড়বেন। ১৭৫টি আসনেই প্রার্থী দেবেন।

মহাজোটে ধাক্কা!

মহাজোটে ধাক্কা!

কংগ্রেসের এই সিদ্ধান্তের ফলে মহাজোট ধাক্কা খাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও রাহুল গান্ধী বা কংগ্রেসের তরফে যুক্তি, এই প্রাক নির্বাচনী জোট ভেঙে গেলেও নির্বাচনোত্তর জোট নিয়ে কোনও সমস্যা হবে না। রাহুল গান্ধী রাজ্যভিত্তিক অঙ্ক কষেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রদেশ নেতৃত্বের দাবি।

বৈঠকের পরও!

বৈঠকের পরও!

বুধবারই টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বৈঠকে বসেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁদের মধ্যে আলোচনার পরই রাহুল গান্ধী এককভাবে লড়ার কথা ঘোষণা করেন। এই সিদ্ধান্তের পিছনে অন্য কোনও সমীকরণ থাকতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিভাজনের বিপক্ষে

বিভাজনের বিপক্ষে

অন্ধ্রপ্রদেশ বিভাজনের বিপক্ষে ছিলেন চন্দ্রবাবু নাইডু। ফলে তেলেঙ্গানায় তাঁর জনপ্রিয়তা সে অর্থে নেই। তাই তেলেঙ্গানায় চন্দ্রবাবুর সঙ্গে জোট করে মুথ থুবড়ে পড়তে হয়েছে। তার থেকে একা লড়াই করলে কংগ্রেসের ফল ভালো হতে পারত বলেই মনে করছে একাংশ। তেমনই অন্ধ্রপ্রদেশেও একা লড়লে সুফল মিলবে দু-দলেরই এমনটাই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: ২০১৯-এ কোন রাজ্যে কার দখলে থাকবে, ইঙ্গিত মিলল ন্যাশনাল ট্রাস্টের সমীক্ষায়][আরও পড়ুন: ২০১৯-এ কোন রাজ্যে কার দখলে থাকবে, ইঙ্গিত মিলল ন্যাশনাল ট্রাস্টের সমীক্ষায়]

ভাঁড়ার ভরাতে

ভাঁড়ার ভরাতে

২০১৪ সালে এই দুই রাজ্য থেকে কংগ্রেসের ভাঁড়ারে একটাও আসন আসেনি। অন্ধ্রপ্রদেশে টিডিপির বিকল্প শক্তি হতে পারে কংগ্রেসই। আবার তেলেঙ্গানাতেও টিআরএসের মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। তাই এককভাবে লড়াই করে কয়েকটা আসন ছিনিয়ে নিয়ে নিজেদের নির্বাচনোত্তপ লড়াইয়ে এগিয়ে রাখতে চাইছে কংগ্রেস।

[আরও পড়ুন: ২০১৯ লোকসভার আগে ইস্যুর লড়াইয়ে কে এগিয়ে মোদী না রাহুল, একনজরে সমীক্ষা][আরও পড়ুন: ২০১৯ লোকসভার আগে ইস্যুর লড়াইয়ে কে এগিয়ে মোদী না রাহুল, একনজরে সমীক্ষা]

মহাজোটে বাধা

মহাজোটে বাধা

এর আগে উত্তরপ্রদেশে কংগ্রেসকে বাইরে রেখে আসন সমাঝোতা করে সপা ও বসপা। কংগ্রেসের জন্য মাত্র দুটি আসন ছেড়ে রাখা হয়। বাকি আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা উত্তরপ্রদেশে। তারপর বাংলাতেও কংগ্রেস একা লড়বে বলে জানিয়ে দিয়েছে। তাই আক্ষরিক অর্থে প্রাক নির্বাচনী মহাজোট হচ্ছে না লোকসভা নির্বাচনে।

[আরও পড়ুন: ২০১৯-এর মহাযুদ্ধে কে হবেন প্রধানমন্ত্রী, স্পষ্ট ইঙ্গিত ফার্স্ট পোস্ট দ্য ন্যাশনাল ট্রাস্ট সার্ভের][আরও পড়ুন: ২০১৯-এর মহাযুদ্ধে কে হবেন প্রধানমন্ত্রী, স্পষ্ট ইঙ্গিত ফার্স্ট পোস্ট দ্য ন্যাশনাল ট্রাস্ট সার্ভের]

English summary
Rahul Gandhi decides to run lonely in Andhra Pradesh and Telengana leaving TDP. Congress is hopeful to build big alliance after Lok Sabha Election 2019,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X