For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুদ্ধের বাণীতে মোদীকে খোঁচা রাহুলের, সূর্য-চন্দ্রের মতোই সত্য প্রকাশ হয়ে যায়

কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী একদিন আগেই তোপ দেগেছিলেন মোদীকে নিশানা করে। বলেছিলেন কেউ তো একটা মিথ্যা কথা বলছে। এবার গুরুপূর্ণিমার পুণ্যলগ্নে তিনি ফের খোঁচা দিলেন সেই মোদীকে নিশানা করে।

Google Oneindia Bengali News

কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী একদিন আগেই তোপ দেগেছিলেন মোদীকে নিশানা করে। বলেছিলেন কেউ তো একটা মিথ্যা কথা বলছে। গুরুপূর্ণিমার পুণ্যলগ্নে তিনি ফের খোঁচা দিলেন সেই মোদীকে নিশানা করে। এবার আর তিনি মোদীর নাম করেননি। তিনি শুধু গৌতমবুদ্ধের বাণী তুলে বিশেষ বার্তা দিয়েছেন।

বুদ্ধের বাণীতে মোদীকে খোঁচা রাহুলের, সত্য প্রকাশই হয়ে যায়

রাহুল গান্ধী গুরুপূর্ণিমা উপলক্ষে একটি টুইট করেন। রবিবার সকালেই তিনি টুইট করে জানান, তিনটি জিনিস যা দীর্ঘ সময়ের জন্য গোপন করা যায় না। তা হল- সূর্য, চন্দ্র এবং সত্য। এই বাণী দিয়েই তিনি মোদীকে ফের খোঁচা দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী শনিবার একটি ভিডিও পোস্ট করেছিলেন তাঁর টুইটার হ্যান্ডেলে। সেই ভিডিও-তে দেখা যাচ্ছে কয়েকজন লাদাখের বাসিন্দা দাবি করছেন, চিনা অনুপ্রবেশ হয়েছিল লাদাখে। সেখানেই রাহুল দাবি করেন- মোদীজি বলছেন চিনা অনুপ্রবেশ হয়নি, লাদাখবাসী বলছেন অনুপ্রবেশ হয়েছিল। কেউ তো একটা মিথ্যা বলছে।

এরপর রবিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী গৌতম বুদ্ধের বাণী তুলে ধরে বলেন, তিনটি জিনিস কখনও গোপন করা যায় না। সূর্য, চন্দ্র আর সত্য। সূর্য আর চন্দ্রের মতো সত্যও একদিন ঠিক সামনে চলে আসবে। মিথ্যা দিয়ে কোনওদিন সত্যকে ঢেকে রাখা যায় না। বরং আরও মিথ্যা জড়িয়ে ধরে।

বারাকপুর শ্যুট আউটে গুলিবিদ্ধ কাউন্সিলর! চাপানউতোর শুরু তৃণমূল-বিজেপিরবারাকপুর শ্যুট আউটে গুলিবিদ্ধ কাউন্সিলর! চাপানউতোর শুরু তৃণমূল-বিজেপির

English summary
Rahul Gandhi criticizes Narendra Modi with Lord Buddha’s dictum about Ladakh issue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X