For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মোকাবিলায় মোদী সরকারের সমালোচনা, এক সপ্তাহেই দেশ ১০ লক্ষে পৌঁছাবে টুইট রাহুল গান্ধীর

করোনা মোকাবিলায় মোদী সরকারের সমালোচনা, এক সপ্তাহেই দেশ ১০ লক্ষে পৌঁছাবে টুইট রাহুল গান্ধীর

Google Oneindia Bengali News

কংগ্রেসের ঘরে ফাটল, অথচ দলের প্রধান রাহুল গান্ধী ঘর না সামলে ফের প্রধানমন্ত্রীর সমালোচনায় সরব হলেন। দেশের নোভেল করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে মোদী সরকারের নিয়ন্ত্রণ প্রসঙ্গে প্রশ্ন তুলে রাহুল মঙ্গলবার জানিয়েছেন, এই সপ্তাহে দেশে সংক্রমণের সংখ্যা ১০ লক্ষ ছুঁয়ে ফেলবে।

করোনা মোকাবিলায় মোদী সরকারের সমালোচনা, এক সপ্তাহেই দেশ ১০ লক্ষে পৌঁছাবে টুইট রাহুল গান্ধীর


কংগ্রেসের প্রাক্তন সভাপতি টুইট করে বলেন, '‌আমাদের দেশ এই সপ্তাহে ১০ লক্ষ ছুঁয়ে ফেলবে।’ প্রসঙ্গত, হু–এর একটি রিপোর্টে সতর্ক করে বলা হয়েছে যে সরকার যদি সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তবে দেশের কোভিড পরিস্থিতি আরও খারাপ থেকে খারাপতর হয়ে উঠবে। হু–এর ডিরেক্টর জেনারেল ডঃ টেডরস আধানম গেব্রেসুস সোমবার বলেন, '‌অনেক দেশই ভুল দিকে যাচ্ছে, তাতে বিপদ আরও বাড়ছে।’‌‌

সোমবার রাহুল গান্ধী তথা কেরলের ওয়ানাদের সাংসদ টুইটারে একটি গ্রাফের মাধ্যমে বিশ্বে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা দেখিয়ে বলেছেন, '‌কোভিড–১৯ লড়াইয়ে ভারত কী ভালো অবস্থানে র‌য়েছে?‌’ প্রাক্তন কংগ্রেস প্রধান কেন্দ্রের দ্বারা দেশের মহামারি পরিস্থিতি পরিচালনার বিষয়ে সরকারের সমালোচনা করেছেন।‌ এর আগেও রাহুল গান্ধী করোনা ভাইরাস নিয়ে কেন্দ্রের পদক্ষেপ সম্পর্কে নিন্দায় সরব হয়েছিলেন।

রাজস্থানে পাইলটের উড়ানেও অটুট গেহলট দুর্গ, মধ্যপ্রদেশের রিপিট টেলিকাস্ট আটগে গেল কোন ফ্যাক্টরে?রাজস্থানে পাইলটের উড়ানেও অটুট গেহলট দুর্গ, মধ্যপ্রদেশের রিপিট টেলিকাস্ট আটগে গেল কোন ফ্যাক্টরে?

English summary
rahul gandhi criticized the modi government for handling of the novel coronavirus situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X