For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর কটাক্ষ বাঁচাও বাঁচাও, তা আসলে কাদের আর্ত চিৎকার! টুইটে স্পষ্ট করলেন রাহুল

কলকাতা থেকে শুধু একটাই আওয়াজ শোনা যাচ্ছে- বাঁচাও, বাঁচাও বাঁচাও। মোদীর সেই কটাক্ষের মুতোর জবাব দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

  • |
Google Oneindia Bengali News

তখন ব্রিগেডে ইউনাইটেড ইন্ডিয়ার মহাসমাবেশ চলছে। বিরোধীদের সেই মহাজোটের মঞ্চকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোয়ার দমন-দিউয়ের সভা থেকে খোঁচা দিয়ে বলেছিলেন, কলকাতা থেকে শুধু একটাই আওয়াজ শোনা যাচ্ছে- বাঁচাও, বাঁচাও বাঁচাও। মোদীর সেই কটাক্ষের মুতোর জবাব দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

মোদীর কটাক্ষ বাঁচাও বাঁচাও, টুইটে মুতোর জবাব রাহুলের

রবিবার ব্রিগেড়ের মহাজোটকে কটাক্ষের জবাবে রাহুল গান্ধী টুইট করে খোঁচা দেন। তিনি লেখেন- বাঁচাও, বাঁচাও যে চিৎকার শোনা যাচ্ছে, তা আসলে লক্ষ লক্ষ বেকার যুবক, হতভম্ব চাষি, শোষিত দলিত, আদিবাসী, অত্যাচারিত সংখ্যালঘু, ধ্বংসের মুখে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের। তাঁরা আপনার স্বৈরাচার ও অপদার্থতার হাত থেকে মুক্তির প্রার্থনা করছে।

এরপরই রাহুল গান্ধী লেখেন, ১০০ দিনের মধ্যে তাঁরা মুক্তি পাবেন। উল্লেখ্য, রাহুল গান্ধীর এই ভাষ্যে বোঝাতে চেয়েছেন, আর ১০০ দিনের মধ্যে লোকসভা নির্বাচন হয়ে যাবে। তার ফলও বেরিয়ে যাবে। সেই ফলেই নিশ্চিতভাবেই মুক্তির ছাড়পত্র পেয়ে যাবেন দেশের মানুষ।

রাহুলের কথায়, মোদীজির শাসনে দেশ ভালো নেই, দেশের মানুষকে আচ্ছে দিন এনে দিতে পারেননি তিনি। তাই তাঁরা আজ কষ্টে রয়েছেন। সেই কষ্ঠেই বাঁচাও বাঁচাও আওয়াজ শোনা যাচ্ছে। মোদীকে হারিয়ে দেশের মানুষকে মুক্তি দিতে হবে। সেইজন্যই এই জোট। জোটকে ভয় পেয়েছেন মোদী। তাই বাঁচাও বাঁচাও বাঁচাও বলে খোঁটা দিয়েছেন জোটকে।

English summary
Congress President Rahul Gandhi counters to Narendra Modi due to his criticize to Brigade. Rahul says the Indian will free after 100 days from Modi’s power.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X