For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির পথে পা বাড়িয়ে রাহুল-ঘনিষ্ঠ জিতিন! লোকসভার মুখে প্রমাদ গুনছে কংগ্রেস

রাহুল গান্ধীর ‘ঘর’ কি ভাঙতে চলেছে লোকসভা নির্বাচনের মুখে? রাহুল ঘনিষ্ঠ জিতিন প্রসাদকে নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজধানীর অন্দরে। জোর চর্চা চলছে, জিতিন প্রসাদ রাহুলের শিবির ছেড়ে শত্রু শিবিরে নাম লেখাতে প

Google Oneindia Bengali News

রাহুল গান্ধীর 'ঘর' কি ভাঙতে চলেছে লোকসভা নির্বাচনের মুখে? রাহুল ঘনিষ্ঠ জিতিন প্রসাদকে নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজধানীর অন্দরে। জোর চর্চা চলছে, জিতিন প্রসাদ রাহুলের শিবির ছেড়ে শত্রু শিবিরে নাম লেখাতে পারেন। যদিও কংগ্রেসের তরফে এই খবর উড়িয়ে দেওয়া হয়েছে। স্বয়ং জিতিন প্রসাদও জানিয়েছেন এসব নিছকই জল্পনা।

জিতিন প্রসাদের দলত্যাগ নিয়ে জল্পনা

জিতিন প্রসাদের দলত্যাগ নিয়ে জল্পনা

শুক্রবার সকাল থেকেই জোড়া অস্বস্তিতে পড়ে কংগ্রেস। একদিকে বালাকোট সার্জিক্যাল স্ট্রাইক ও পুলওয়ামা-কাণ্ড নিয়ে স্যাম পিত্রোদার বিতর্কিত মন্তব্য, তারপর রাহুল ঘনিষ্ঠ জিতিন প্রসাদের দলত্যাগ নিয়ে জল্পনা। কংগ্রেসের কাছে লড়াই ছিল দুই অস্বস্তি কাটিয়ে ওঠার।

লোকসভার আগে জল্পনা ওড়াল কংগ্রেস

জিতিন প্রসাদ কংগ্রেসের হেভিওয়েট নেতা। তিনি দল ছাড়লে লোকসভার আগে কংগ্রেস বিরাট ধাক্কা খাবে, তা বলাই বাহুল্য। তাই কংগ্রেসও এই খবরের কাউন্টারে নেমে পড়ে। রণদীপ সুরজেওয়ালা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন এ খবর ভিত্তিহীন।

রটনা বলে ওড়ালেন জিতিনও

জিতিন প্রসাদও বলেন, এটা নিছকই রটনা। কোনও রটনার উপর বেস করা প্রশ্নের উত্তর দিতে তিনি রাজি নন। তাঁর এই জবাবে আরও জল্পনা বেড়ে যায়। দিনভর তা নিয়ে তল্পনা চলতে থাকে। জিতিন দুবারের সাংসদ। ইউপিএ সরকারের মন্ত্রীও ছিলেন তিনি।

এবারও কংগ্রেস প্রার্থী জিতিন

এবারও কংগ্রেস প্রার্থী জিতিন

এবারও তাঁকে প্রার্থী করেছিল কংগ্রেস। উত্তরপ্রদেশের ধৌরহরা থেকে প্রার্থীও করেছিল কংগ্রেস। সেই প্রার্থীপদ নিয়েই ক্ষুব্ধ জিতিন দল ছাড়তে মনস্থ করেন বলে জল্পনা। এমনকী শুক্রবার দুপুরের পর থেকে খবর ছড়িয়ে পড়তে থাকে, তিনি বিজেপি অফিসের পথে। যদিও তা হয়নি।

রাহুল ঘনিষ্ঠ নেতা জিতিন

রাহুল ঘনিষ্ঠ নেতা জিতিন

প্রসঙ্গত উল্লেখ্য, জিতিন বিজেপিতে যোগদান করার অর্থ রাহুল গান্ধী শিবিরে বড় আঘাত নেমে আসা। কেননা জিতিনের পুরো পরিবার বরাবর গান্ধী পরিবার ঘনিষ্ঠ। তাঁর দাদু জ্যোতি প্রসাদ ছিলেন কংগ্রেস নেতা। জিতিনের বাবা জিতেন্দ্র প্রসাদ ছিলেন কংগ্রেসের সহ সভাপতি। তিনি কংগ্রেসের সভাপতি পদেও মনোনয়ন জমা দিয়েছিলেন।

রাহুলের তরুণ ব্রিগেডে জিতিন

রাহুলের তরুণ ব্রিগেডে জিতিন

তারপর সোনিয়া গান্ধী সভাপতি নির্বাচিত হওয়ার পর কিছুদিন দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু রাহুল গান্ধী জিতিনকে ফের তাঁর কাছে টেনে নেন। রাহুল গান্ধীর তরুণ তুর্কি টিমের অঙ্গ জিতিন। তিনি ২০০৪ ও ২০০৯ সালে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।

ভাড্ডাকানের পর কি জিতিন?

ভাড্ডাকানের পর কি জিতিন?

প্রথমবার সাংসদ হল শাহজাহানপুর কেন্দ্র থেকে। ইউপিএ ওয়ান সরকারের মন্ত্রীও হয়েছিলেন তিনি। পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও সড়ক পরিবহণ দফতরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। ইউপিএ টু সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পান তিনি। এর আগে সোনিয়া গান্ধীর অনুগামী বলে পরিচিত কংগ্রেসের নেতা টম ভাডাক্কান বিজেপিতে যোগ দেন।

English summary
Rahul Gandhi closed Congress leader Jitin Prasad can leave Congress. He can join in BJP before Lok Sabha Election 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X