For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নভসর্জন যাত্রার দ্বিতীয় দিন, প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ রাহুলের

নভসর্জন যাত্রার দ্বিতীয় দিনে বনসকান্ঠায় নির্বাচনী সভা করলেন কংগ্রেস সব সভাপতি রাহুল গান্ধী। আম্বাজি মন্দিরে পুজো দিয়ে শনিবার উত্তর গুজরাতে প্রথম দিনের নির্বাচনী প্রচার শেষ করেন রাহুল।

  • |
Google Oneindia Bengali News

নভসর্জন যাত্রার দ্বিতীয় দিনে বনসকান্ঠায় নির্বাচনী সভা করলেন কংগ্রেস সব সভাপতি রাহুল গান্ধী। আম্বাজি মন্দিরে পুজো দিয়ে শনিবার উত্তর গুজরাতে প্রথম দিনের নির্বাচনী প্রচার শেষ করেন রাহুল।

নভসর্জন যাত্রার দ্বিতীয় দিন, প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ রাহুলের

[আরও পড়ুন:গৌরী লঙ্কেশের খুনিদের মুখোশ খোলা এখন সময়ের অপেক্ষা, উঠে আসছে নানা তথ্য][আরও পড়ুন:গৌরী লঙ্কেশের খুনিদের মুখোশ খোলা এখন সময়ের অপেক্ষা, উঠে আসছে নানা তথ্য]

গুজরাতে চতুর্থ দফার নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী। এদফার দ্বিতীয় দিনে তিনি সভা করেন দান্তা, পালানপুর, মোটা, দিশা, ওয়াদিনাথ মন্দির, থারা, টোটানা, রোডা, কানসাডা দরওয়াজা এবং পাটান-এ।

শনিবার উত্তর গুজরাতে নির্বাচনী প্রচারের একেবারে শুরুতেই রাহুল গান্ধী গিয়েছিলেন, গান্ধীনগরের অক্ষরধাম মন্দিরে। যেখানে পাতিদার কমিউনিটিকে পাখির চোখ করেছে কংগ্রেস।

[আরও পড়ুন:বিজেপির ঐক্যে ফাটল! 'কোচ' মুকুলকে 'একঘরে' করতে কী বার্তা 'ক্যাপ্টেন' দিলীপের ][আরও পড়ুন:বিজেপির ঐক্যে ফাটল! 'কোচ' মুকুলকে 'একঘরে' করতে কী বার্তা 'ক্যাপ্টেন' দিলীপের ]

রবিবার সভার শুরুতে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী বলেন, বিজেপির যেখানে পেইড সোশ্যাল মিডিয়া রয়েছে, কংগ্রেসের সেখানে ফ্রি সোশ্যাল মিডিয়া রয়েছে। যা শুধুমাত্র সত্যের ওপর নির্ভর করে।

শনিবারের মতো রবিবারেও রাহুল প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন। প্রধানমন্ত্রীর আসন তাঁরা অমর্যাদা করেছেন না বলে জানিয়ে, রাহুল ফের জিএসটি এবং নোটবন্দি নিয়ে প্রশ্ন তোলেন।

English summary
Rahul Gandhi claims BJP has a paid social media team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X