এক হাতে সাইকেলের হ্যান্ডেল, অন্য হাতে জনতাকে আশ্বাস, সুপারহিট রাহুল-শো কর্ণাটকে
অভিনব প্রচারে নেমেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারে এবার সাইকেলে চড়ে ঝড় তুললেন তিনি। অভিযোগ করলেন, জ্বালানি তেলের দামবৃদ্ধি করে সাধারণ মানুষকে লুঠ করছে কেন্দ্র। এবার নির্বাচনে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জবাব দিতে হবে। সোমবার কর্ণাটকের কোলারে 'জন আশীর্বাদ যাত্রা'য় যোগ দিয়ে এই দাবি করলেন কংগ্রেস সভাপতি।

[আরও পড়ুন: মনোনয়নে সন্ত্রাসের ঠেলা, পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় তৃণমূল ভেঙে বিজেপিতে]
রাহুল গান্ধী এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হন। বিজেপি সরকার নীরব মোদী, ললিত মোদী, মেহুল চোকসিদের মতো লুটেরাদের নিয়ে লুট চালাচ্ছে। জ্বালানির দাম সব সময় ঊর্ধ্বমুখী। সাধারণ মানুষ সমস্যায়। অথচ সরকার এ বিষয়ে কিছু করছে না।
তিনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রী বলছেন এই নির্বাচন তাঁর। আর আমি বলছি, এই নির্বাচন কর্ণাটকের সাধারণ মানুষের। আমি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, কর্ণাটকে যখন কৃষকদের ঋণ মকুব করে দেওয়া হয়েছিল, তখন তিনি কোথায় ছিলেন?
#WATCH Congress President Rahul Gandhi campaigns on a bicycle in Karnataka's Kolar. #KarnatakaElections2018 pic.twitter.com/8ayz4hN0Cm
— ANI (@ANI) May 7, 2018
রাহুল গান্ধী বলেন, মোবাইলে তিনটি মোড রয়েছে। ওয়ার্ক মোড, স্পিকার মোড আর এয়ারপ্লেন মোড। আমাদের প্রধানমন্ত্রী দুটি মোড ব্যবহার করেন- স্পিকার মোড আর এয়ারপ্লেন মোড। কিন্তু ওয়ার্ক মোড উনি ব্যবহার করেন না। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজ করেন না, শুধু বলেন আর ঘোরেন।
এদিন 'জন আশীর্বাদ যাত্রা'য় সাইকেল-প্রচারে নামেন রাহুল গান্ধী। নিজেই সাইকেল চালিয়ে এই প্রচার সারেন। বুঝিয়ে দেন সাইকেলিস্ট হিসেবেও তিনি পারদর্শী। একহাতে সাইকেল চালিয়ে একহাত নেড়ে উপস্থিত জনতাকে মাতিয়ে দেন তিনি। তাঁর সাইকেলের সঙ্গে জনতাকে দৌড়তেও দেখা যায়। সব মিলিয়ে এদিন কর্ণাটকের ভোট প্রচারে রাহুল-শো সুপারহিট।