For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীকে ‘৪২০’ বানিয়ে অঙ্ক-যুদ্ধে বিজয়ী রাহুল, লোকসভার আগে অ্যাডভান্টেজ কংগ্রেস

পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে টুইট যুদ্ধে নামল বিজেপি ও কংগ্রেস। কংগ্রেসের ডাকা ভারত বনধের দিনে বিজেপির একটি টুইট ঘিরেই বিতর্ক দানা বাঁধে।

  • |
Google Oneindia Bengali News

কার আমলে পেট্রোলের দাম বেশি বেড়েছে। তা নিয়ে চাপানউতোর চলছিলই। এবার টুইট যুদ্ধে নামল বিজেপি ও কংগ্রেস। কংগ্রেসের ডাকা ভারত বনধের দিনে বিজেপির একটি টুইট ঘিরেই বিতর্ক দানা বাঁধে। বিজেপি গ্রাফিক্স করে দেখায় ইউপিএ জমানাতেই শতাংশের বিচারে পেট্রোপণ্যের দাম বেড়েছে। বিজেপির সেই হিসেবকেই ভুল প্রমাণিত করে টুইটের বন্যা বইয়ে দিল কংগ্রেস। লড়াই জমজমাট।

মোদী ‘৪২০’

বিজেপির দেওয়া গ্রাফিক্সে ভুল হিসাব দেওয়া হয়েছে বলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কংগ্রেস। কংগ্রেসের টুইট-বার্তা, বিজেপির এই জ্বালানির মূল্যবৃদ্ধি সংক্রান্ত গ্রাফিক্স কংগ্রেসের পক্ষেই যাচ্ছে। মোদীকে এই গ্রাফিক্স ‘৪২০' বানিয়ে ছেড়েছে। বিজেপির গ্রাফিক্সের সঙ্গে মোদীর ছবি দিয়ে কংগ্রেস তাই ৪২০% লিখে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: ন্যাশনাল হেরল্ড মামলা! হাইকোর্টে বড় ধাক্কা সনিয়া-রাহুলের][আরও পড়ুন: ন্যাশনাল হেরল্ড মামলা! হাইকোর্টে বড় ধাক্কা সনিয়া-রাহুলের]

মোদীর গণিতে ভুল

কংগ্রেসের দাবি, বিজেপি সাধারণ মানুষকে বোকা ভেবেছে। তাই এ ধরনের ভুল অঙ্ক দেখা নো হচ্ছ। ডিজেলের দাম নিয়ে যে গ্রাফিক্স বানিয়েছে বিজেপি, তা তুলে ধরে দেখানো হয়েছে কোথায় ভুল। এনডিএ-র আমলে দাম কমেছে বলে দেখানো হয়েছে ইউপিএ-র তুলনায়। সেই গ্রাফিক্সে একদিকে মোদী-একদিকে অনুষ্কার নতুন সিনেমার ছবি ব্যবহার করা হয়েছে।

[আরও পড়ুন:বিশ্বজুড়ে বদল কারিগর হোন, স্বামীজির শিকাগো বক্তৃতার ১২৫ বছর পূর্তিতে আবেদন বিশ্ব হিন্দু কংগ্রেসের][আরও পড়ুন:বিশ্বজুড়ে বদল কারিগর হোন, স্বামীজির শিকাগো বক্তৃতার ১২৫ বছর পূর্তিতে আবেদন বিশ্ব হিন্দু কংগ্রেসের]

নট পারফেক্ট বাট স্টিল বেটার

পেট্রোলের মূল্যবৃদ্ধির যে গ্রাফিক্সে ইউপিএ ও এনডিএ জমনার তুলনা টেনেছে বিজেপি সেই গ্রাফিক্স উল্টিয়ে কটাক্ষের সুরে ক্যাপশন লেখা হয়েছে কংগ্রেসের টুইটে। কংগ্রেস লিখেছে- নট পারফেক্ট বাট স্টিল বেটার। অর্থাৎ নিখুঁত না কিন্তু এখনও ভালো।

এ কেমন গ্রাফ!

এবার শুধু বিস্ময়। গ্রাফ লিখে বিস্ময় প্রকাশ করেছে কংগ্রেস। বিজেপি পেট্রোলের মূল্যবৃদ্ধির যে গ্রাফ দিয়ে লিখেছিল- ট্রুথ অফ হাইক দ্য পেট্রোল প্রাইস, সেই গ্রাফিক্সটি দিয়েই বিস্ময় প্রকাশ করেছে কংগ্রেস। বলেছে এ কেমন গ্রাফ!

[আরও পড়ুন:ভেঙেই গেল শোভন-রত্নার সম্পর্ক! কোন শর্তে মিলল রফা, দেখুন একনজরে][আরও পড়ুন:ভেঙেই গেল শোভন-রত্নার সম্পর্ক! কোন শর্তে মিলল রফা, দেখুন একনজরে]

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি-তে রামদেব!

এনডিএ আমলে পেট্রোলের মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে দিয়েছে কংগ্রেস। বিজেপির গ্রাফিক্সে কলম চালিয়ে এনডিএ আমলের পেট্রোলের লাইনে বাবা রামদেবের ছবি বসিয়ে বোঝাতে চেয়েছে কেন তেলের দামে বৃদ্ধি! বিজেপির গ্রাফিক্সের ভুলও ধরিয়ে দেওয়া হয়েছে এই ছবি ব্যবহার করে।

রাফালে-খোঁটা

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে বিজেপির করা গ্রাফিক্সের খোঁটা দেওয়া হয়েছে রাফালের গ্রাফিক্স বানিয়ে মোদীর ছবি দিয়ে কংগ্রেসের করা রাফালে-গ্রাফিক্সে দেখানো হয়েছে, ইউপিএ আমলের ৪২০ কোটির বদলে বিজেপি আমলে ১৬০০ কোটিতে রাফালে ডিলের বিষয়টি। দেখানো হয়েছে রাফালে ডিলে ২১০ শতাংশের বৃদ্ধি।

[আরও পড়ুন: সব রাজ্যে কি এবার নাগরিক পঞ্জীকরণ! অবৈধ অনুপ্রবেশ নিয়ে নতুন দাবি অসমের মুখ্যমন্ত্রীর][আরও পড়ুন: সব রাজ্যে কি এবার নাগরিক পঞ্জীকরণ! অবৈধ অনুপ্রবেশ নিয়ে নতুন দাবি অসমের মুখ্যমন্ত্রীর]

গ্রাফিক্সে ‘ভুল’ মোদী

২০০৪ সাল থেকে দু-ধাপে মনমোহন সিং সরকার আর ২০১৪ থেকে ২০১৮-র ১০ সেপ্টেম্বর পর্যন্ত নরেন্দ্র মোদী সরকারের আমলে যে গ্রাফিক্স তুলে ধরা হয়েছে বিজেপির তরফে, সেই গ্রাফিক্স দিয়েই কংগ্রেস বুঝিয়েছে মোদীর ভুল।

রাফালে তাহলে ‘গ্রেট ডিল’!

বিজেপির গ্রাফিক্স তুলে ধরে কংগ্রেস টুইটে লিখেছ- এই গ্রাফিক্সেই পরিষ্কার হল যে, কেন রাফালে চুক্তিকে ‘গ্রেট ডিল' আখ্যা দিচ্ছে বিজেপি। এই যদি পেট্রোলের মূল্যবৃদ্ধির গ্রাফিক্স হয়, তাহলে মনেতেই হবে রাফালে চুক্তি ‘গ্রেট'! কংগ্রেস হেয় প্রতিপন্ন করেছে বিজেপির মস্তিষ্ককে।

মোদীর যোগায় অর্থনীতির ‘হাল’

কংগ্রেস গ্রাফিক্সের মাধ্যমে যোগা-কটাক্ষ করতেও ছাড়েনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। নরেন্দ্র মোদীর যোগাসেন ছবি গ্রাফিক্স প্লেটে ব্যবহার করে বোঝাতে চেয়েছে এনডিএ আমলে কী হয়েছে অর্থনৈতিক অবস্থার হাল হকিকৎ। ২০০৪ সালে এনডিএ-র হাত থেকে ক্ষমতা হস্তান্তরের পর ২০১৪- যখন একটু দাঁড়িয়েছিল অর্থনীতি। মোদী-জমানায় তা শুয়ে পড়েছে।

বিজেপির পেট্রোল-গ্রাফ

কংগ্রেস-সহ বিরোধীদের ডাকা পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বনধ পালনের দিনে বিজেপি গ্রাফিক্স বানিয়ে প্রচার চালায়। বিজেপির বানানো পেট্রোলের মূল্যবৃদ্ধির গ্রাফ নিয়েই শুরু হয় বিতর্ক। বিজেপি দেখায় পেট্রোলের মূল্যবৃদ্ধির সত্যি কী! বিজেপির দেখানো ‘অঙ্ক়' নিয়ে কটাক্ষ শুরু করে কংগ্রেস।

বিজেপির ডিজেল-গ্রাফ

কংগ্রেস-সহ বিরোধীদের ডাকা পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বনধ পালনের দিনে বিজেপি গ্রাফিক্স বানিয়ে প্রচার চালায়। বিজেপির বানানো ডিজেলের মূল্যবৃদ্ধির গ্রাফ নিয়েও শুরু হয় বিতর্ক। বিজেপি দেখায় ডিজেলের মূল্যবৃদ্ধির সত্যি কী! বিজেপির দেখানো ‘অঙ্ক়' নিয়ে কটাক্ষ শুরু করে কংগ্রেস।

English summary
Rahul Gandhi beats Narendra Modi in tweet battle over Petroliam price hike. Congress does continuous tweet to show Midi’s wrong,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X