For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী কাজ করেন না, শুধু বলেন আর ঘোরেন, সুপারহিট-শো’য়ে তোপ রাহুলের

নিজে সাইকেল চালিয়ে জন আশীর্বাদ যাত্রায় অংশ নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

Google Oneindia Bengali News

নিজে সাইকেল চালিয়ে জন আশীর্বাদ যাত্রায় অংশ নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজ করেন না, শুধু বলেন আর ঘোরেন। এই দুটি কাজেই তিনি স্বচ্ছন্দ। তিনি আসল কাজের বেলায় কাজি নন।

মোদী কাজ করেন না, শুধু বলেন আর ঘোরেন, সুপারহিট-শো’য়ে তোপ রাহুলের

[আরও পড়ুন:এক হাতে সাইকেলের হ্যান্ডেল, এক হাতে জনতাকে আশ্বাস, সুপারহিট রাহুল-শো কর্ণাটকে][আরও পড়ুন:এক হাতে সাইকেলের হ্যান্ডেল, এক হাতে জনতাকে আশ্বাস, সুপারহিট রাহুল-শো কর্ণাটকে]

রাহুল গান্ধী এদিন বলেন, মোবাইলে তিনটি মোড রয়েছে। ওয়ার্ক মোড, স্পিকার মোড আর এয়ারপ্লেন মোড। আমাদের প্রধানমন্ত্রী দুটি মোড ব্যবহার করেন- স্পিকার মোড আর এয়ারপ্লেন মোড। কিন্তু ওয়ার্ক মোড উনি ব্যবহার করেন না। উনি স্পিকার আর এয়ারপ্লেন মোডেই স্বচ্ছন্দ। ওটাই উনি ভালোবাসেন।

কর্ণাটকে অভিনব প্রচারে নেমে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সাইকেলে চড়ে ঝড় তুললেন। জনতার মাঝে মিশে গিয়ে জনতার দিল জিতে নিলেন। সোমবার কর্ণাটকের কোলারে 'জন আশীর্বাদ যাত্রা'য় যোগ দিয়ে তিনি অভিযোগ করলেন, জ্বালানি তেলের দামবৃদ্ধি করে সাধারণ মানুষকে লুঠ করছে কেন্দ্র। এবার নির্বাচনে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জবাব দিতে হবে।

রাহুল গান্ধী এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হন। বলেন, বিজেপি সরকার নীরব মোদী, ললিত মোদী, মেহুল চোকসিদের মতো লুটেরাদের নিয়ে লুট চালাচ্ছে। জ্বালানির দাম সব সময় ঊর্ধ্বমুখী। সাধারণ মানুষ সমস্যায়। অথচ সরকার এ বিষয়ে কিছু করছে না।

তিনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রী বলছেন এই নির্বাচন তাঁর। আর আমি বলছি, এই নির্বাচন কর্ণাটকের সাধারণ মানুষের। আমি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, কর্ণাটকে যখন কৃষকদের ঋণ মকুব করে দেওয়া হয়েছিল, তখন তিনি কোথায় ছিলেন?

English summary
Rahul Gandhi attacks PM Narendra Modi to participate in Jan Ashirbad Yatra in Karnataka. He campaigns in Karnataka to drive cycle.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X