For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাসুদ আর কান্দাহারই নয়, মোদীকে নিশানায় রাহুল ছাড়লেন চিন-ডোকলাম বাণও

মিথ্যে ছাড়া কিছু বলতে পারেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোট ঘোষণার পরই ফের প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী বলে আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

Google Oneindia Bengali News

মিথ্যে ছাড়া কিছু বলতে পারেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোট ঘোষণার পরই ফের প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী বলে আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবার শুধু মাসুদ আজাহার আর কান্দাহার নিয়ে নয়, চিন আর ডোকলাম নিয়েও মোদীকে একহাত নিলেন তিনি। লোকসভার আগে তিনি বোঝালেন শেয়ানে-শেয়ানে লড়াই দিতে তিনি তৈরি।

মাসুদ আর কান্দাহারই নয়, মোদীকে নিশানায় চিন-ডোকলাম বাণও ছাড়লেন রাহুল

রাহুল বলেন, যখন ডকলামের ইস্যু চলছিল, তখন প্রধানমন্ত্রী মোদি চিনে যান। সেখানে গিয়ে অ্যাজেন্ডা ছাড়াই বৈঠক করেন। তারপর চিনের সামনে ডোকলামকে ধরে রাখার পরামর্শ দেন। এবং বলেন ভারতের কেউই জানতে পারবে না, মিডিয়া আমরা সামলে নেব। রাহুল বলেন- এই হল মোদীজির প্রকৃত চেহারা।

এরপর তিনি বলেন, ২০ বছর আগে কান্দাহারে জঙ্গি মাসুদ আজহারকে যিনি ভারতের জেল থেকে বের করে পাকিস্তানের হাতে দিয়ে এসেছিলেন, সেই অজিত দোভাল এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আর যে মাসুদ আজহারকে ছেড়ে দিয়েছিল বিজেপি সরকার, সেই মাসুদ আজহার পুলওয়ামা-কাণ্ডের মাস্টারমাইন্ড।

এরপর মোদীকে নিশানায় রাহুলের তোপ, মোদীজি বলেছিলেন- আচ্ছে দিন আসবে, ৫ বছরে কোথায় এল আচ্ছে দিন। মুখে বলেন, 'মেড ইন ইন্ডিয়া'র কথা আর বিজেপি নেতাদের ফোন ও জামায় লেখা থাকে- 'মেড ইন চায়না'। এই তো বিজেপির 'মেড ইন ইন্ডিয়া' তত্ত্ব। চৌকিদার বলছে দুর্নীতি বন্ধ করব। তারই মাঝে রাফালের বড় দুর্নীতি হয়ে গেল।

আসলে মোদীর মুখে একটাও সত্য বেরোয় না। চৌকিদার সবসময় মিথ্যা কথা বলেন। চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারেন না মোদী। আমি সামনে দাঁড়ালেই মোদীজি পিছন ফিরে হাঁটতে শুরু করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, সংসদে মোদীজিকে চারটি প্রশ্ন করেছিলাম। তিনি সেইসব প্রশ্নের একটাও উত্তর দিতে পারেননি। অনিল আম্বানিকে নিয়ে একটা শব্দও বলেননি, অথচ রাজীব গান্ধী আর ইন্দিরা গান্ধী নিয়ে দেড়ঘণ্টা বলেছেন।

English summary
Congress president Rahul Gandhi attacks PM Narendra Modi on Doklam issue also. Rahul before attacks that BJP frees Masood Azhar from Indian Jail,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X