For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভায় রাফালে মহারণ, মুখোমুখি বাকযুদ্ধে রাহুল-জেটলি

লোকসভায় রাফালে নিয়ে আলোচনা কার্যত রণক্ষেত্রের চেহারা নিল।

  • |
Google Oneindia Bengali News

লোকসভায় রাফালে নিয়ে আলোচনা কার্যত রণক্ষেত্রের চেহারা নিল। কংগ্রেসের হয়ে বলতে উঠে কেন্দ্র তথা নরেন্দ্র মোদীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধী। ফের একবার সরাসরি নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন রাহুল। যার পাল্টা হিসাবে রাহুলকে তীব্র সমালোচনায় ভরিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সবমিলিয়ে রাফালে ইস্যুতে সরগরম হয়ে উঠল সংসদের নিম্ন কক্ষ।

এদিন শুরুতেই রাহুল রাফালে নিয়ে বিতর্কিত অডিও টেপ চালাতে যান সংসদে। যার জেরে তুমুল বিতর্ক হয়। সংসদের কাজ মুলতুবি করে দেওয়া হয়। রাহুল দাবি করেন, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর রাফালে মামলার গোপন ফাইল নিজের কাছে রেখেছেন।

রাহুল রাফালে নিয়ে বলতে গিয়ে বলেন, এই চুক্তির প্রথম শর্ত হল প্রক্রিয়া, দ্বিতীয় দাম ও তৃতীয় পৃষ্ঠপোষকতা। রাফালে ইস্যুতে ১২৬টি যুদ্ধবিমান চেয়েছিল ভারতীয় বায়ুসেনা। তাহলে কেন তা বদলে ২৬টি করে দেওয়া হল?

মোদীকে আক্রমণ করে রাহুল বলেন, সারা দেশ রাফালে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইছে। সরাসরি মোদীকে প্রশ্ন করছে। রাফালে নিয়ে কেন কথা বলছেন না মোদী? প্রশ্ন তুলেছেন রাহুল। তাঁর কথায়, প্রধানমন্ত্রীর উচিত সংসদে এসে রাফালে নিয়ে উত্তর দেওয়া।

রাফালে নিয়ে আমরা যৌথ সংসদীয় কমিটি চেয়েছিলাম। বিজেপিকে বলতে চাই, ভয় পাবেন না। জেপিসি করুন। সবকিছু পরিষ্কার হয়ে যাবে।

রাহুলকে পাল্টা আক্রমণ করে অরুণ জেটলি বলেন, শেষবার রাহুল মুখ খুলে মিথ্যা বলেছিলেন। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে কথোপকথনের মিথ্যা গল্প ফাঁদেন। আজও একই কাজ করলেন।

কংগ্রেসকে আক্রমণ করে জেটলি বলেন, বোফর্স, অগাস্টা ওয়েস্টল্যান্ড, ন্যাশনা হেরাল্ডের মতো কেলেঙ্কারি নিয়ে কথা বলতে গেলে বড় ঘটনা ঘটে যাবে। আর সেগুলি না দেখে কংগ্রেস কেন্দ্রের সমালোচনা করতে নেমেছে।

দুর্নীতি মামলায় কংগ্রেসকে তোপ দেগে জেটলি বলেন, রাহুল যখন ছোট ছিলেন তখন কোনও এক কিউ (কুত্রোচ্চি)-এর কোলে খেলা করেছেন। তখন কংগ্রেস বোঝেনি জাতীয় নিরাপত্তা কাকে বলে!

এদিন সাংবাদিক সম্মেলন করে রাহুল গান্ধী বলেন, বিজেপি অভিযোগ করে, রাফালের দাম নিয়ে কংগ্রেস কোথা থেকে জানল? ১৬০০ কোটি টাকার গল্প কোথা থেকে এল? আমি বলতে চাই, অরুণ জেটলিই রাফালের দাম সকলকে বলেছেন। ৫৮ হাজার কোটির চুক্তিতে ৩৬টি বিমান। তাহলে বিমান প্রতি ১৬০০ কোটি টাকাই কেন্দ্র খরচ করেছে।

English summary
Rahul Gandhi attacks PM Modi on Rafale jet deal in Lok Sabha, FM Arun Jaitley replies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X