For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর 'ইউ টার্ন' MGNREGA নিয়ে! কটাক্ষের সুর রাহুলের কণ্ঠে

মোদীর 'ইউ টার্ন' MGNREGA নিয়ে! কটাক্ষের সুর রাহুলের কণ্ঠে

  • |
Google Oneindia Bengali News

এমজিনারেগা নিয়ে মোদীর পদক্ষেপকে স্বাগত করলেও কটাক্ষের সুর শোনা গেল রাহুল গান্ধীর মুখে। সাম্প্রতিক কালে যেভাবে মোদী সরকার এই স্কিম নিয়ে এগিয়ে যাচ্ছে ও তাতে ৪০ লক্ষ টাকা বাজেট বারাদ্দ করেছে , তাতে কংগ্রেস সন্তুষ্ট বলে জানিয়েছেন সোনিয়া পুত্র।

মোদীর ইউ টার্ন MGNREGA নিয়ে! কটাক্ষের সুর রাহুলের কণ্ঠে

রাহুল গান্ধী এদিন একটি টুইটে এমজিনারেগা নিয়ে মোদীকে কটাক্ষ করতে ছাড়েননি। রাহুল বলেন কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকারের আমলে এই প্রকল্প চালু হয়েছিল। সেদিকে যে মোদী সরকার ঘুরে তাকিয়েছে ,তাতে খুশি তারা। এবিষয়ে রাহুল কটাক্ষের সুরে নিজের 'কৃতজ্ঞতা' জানিয়েছেন মোদীকে। রাহুল বলেন যে, মোদী যে এমজিনারেগার গুরুত্ব বুঝেছেন তাতে খুশি তাঁরা।

এদিন, রাহুলের টুইটে 'মোদি ইউটার্ন' বলে একটি হ্যাশট্যাগ ব্য়বহার করা হয়। সেখানে 'ModiUturnOnMNREGA' উল্লেখিত ছিল। উল্লেখ্য, করোনার সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের অর্থনীতি চাঙ্গা করতে ২০ লক্ষ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করে মোদী সরকার। সেই ঘোষণার মধ্যে ছিল মনরেগা প্রকল্পে বরাদ্দের কথা। যে প্রকল্প নিয়ে পূর্ববর্তী কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকারকে কটাক্ষ করে একবার মোদী বলেছিলেন, 'আপনাদের সরকারের ব্যর্থতার জীবন্ত সৌধ হল মনরেগা।' যার প্রত্যুত্তর আড কার্যত ফিরিয়ে দিলেন রাহুল।

দেশের এক তৃতীয়াংশ করোনা কেস এখন মহারাষ্ট্রে! বাণিজ্যনগরী মুম্বইতে জারি মৃত্যুমিছিল দেশের এক তৃতীয়াংশ করোনা কেস এখন মহারাষ্ট্রে! বাণিজ্যনগরী মুম্বইতে জারি মৃত্যুমিছিল

English summary
Rahul Gandhi attacks PM Modi on MGNREGA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X