For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হ্যালের চুক্তি নিয়ে বাকযুদ্ধে নির্মলা-রাহুল, উত্তপ্ত কেন্দ্রীয় রাজনীতি

রাহুল বলেছেন, হ্যালকে চুক্তি থেকে বঞ্চিত করা হয়েছে। টাকা নেই সংস্থার কাছে। অথচ চুক্তি পেয়েছেন অনিল আম্বানি।

  • |
Google Oneindia Bengali News

হ্যালের জন্য কুমীরাশ্রু ফেলছে কংগ্রেস। ক্ষমতায় থাকাকালীন তাঁরা কিছুই করেনি। আর এখন সরকারকে বদনাম করতে মিথ্যা অভিযোগের ঝুলি খুলে বসেছে। একলপ্তে লোকসভায় দাঁড়িয়ে এমনটাই অভিযোগ করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। কারণ রাহুল গান্ধীর অভিযোগ ছিল রাফালে চুক্তিতে দেশীয় সরকারি সংস্থা হ্যালকে বঞ্চিত করে অনিল আম্বানির সংস্থাকে কেন্দ্র বরাত পাইয়ে দিয়েছে।

হ্যালের চুক্তি নিয়ে বাকযুদ্ধে নির্মলা-রাহুল

নির্মলা লোকসভায় জানিয়েছেন, কেন্দ্র ১ লক্ষ কোটি টাকার কাজের চুক্তি করেছে হ্যালের সঙ্গে। এটা কংগ্রেস মিথ্যা বলে দাবি করলেও এটাই সত্যি। ২০১৪-১৮ সালের মধ্যে হ্যালকে ২৬, ৫৭০.৮০ কোটি টাকার চুক্তি দেওয়া হয়েছে। বাকী ৭৩ হাজার কোটি টাকার চুক্তির কাজ পাইপলাইনে রয়েছে।

এদিকে টাইমস অব ইন্ডিয়া-র রিপোর্ট মোতাবেক, কোনও অর্ডার দেওয়া হয়নি। ফলে কর্মীদের বেতন দিতে মুশকিলে পড়তে হয়েছে হ্যালকে। যা দেখে ফের নির্মলাকে আক্রমণ করে রাহুল বলেন, আসলে হ্যাল ২৬, ৫৭০.৮০ কোটি টাকার চুক্তি আশা করছিল। বাকী ৭৩ হাজার কোটি টাকার চুক্তির কথা পুরোটাই ভাঁওতা।

রাহুলের আরও অভিযোগ, রাফালে নির্মাতা ফরাসি সংস্থ্যা ড্যাসল্ট কোনও বিমান না দিলেও সরকার আগে থেকেই ২০ হাজার কোটি টাকা তাদের দিয়ে দিয়েছে। অথচ হ্যাল বিমান, হেলিকপ্টার সাপ্লাই দিয়ে গেলেও তাদের বকেয়া ১৫৭০০ কোটি টাকা এখনও সরকার মেটায়নি।

রাহুল বলেছেন, হ্যালকে চুক্তি থেকে বঞ্চিত করা হয়েছে। টাকা নেই সংস্থার কাছে। অথচ চুক্তি পেয়েছেন অনিল আম্বানি। এবং তাকে প্রকল্প শেষ করতে হবে। ফলে পেটের দায়ে অনেককেই অনিল আম্বানির সংস্থায় কাজ করতে হতে পারে বলে তোপ দেগেছেন রাহুল।

English summary
Rahul Gandhi attacks Nirmala Sitharaman over HAL, Rafale Deal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X