For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাফায়েল চুক্তি নিয়ে আম্বানিদের প্রসঙ্গ তুলে মোদীকে তোপ রাহুলের

রাফায়েল চুক্তি ইস্যুতে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপিকে নিশানায় রেখে তোপ দাগেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

  • |
Google Oneindia Bengali News

রাফায়েল চুক্তি ইস্যুতে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপিকে নিশানায় রেখে তোপ দাগেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শুক্রবার তিনি এক টুইটে ফের একবার এই ইস্যুতে তোপ দাগেন। পাশাপাশি হুঁশিয়ারির সুরে তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই ইস্যুতে এক বড়সড় সত্যি সামনে আসতে চলেছে।

রাফায়েল চুক্তি নিয়ে নয়া বিতর্ক উস্কে মোদীকে তোপ রাহুলের


উল্লেখ্য, দেশের এক প্রথম সারির সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী , ফ্রান্সের প্রেসিডেন্ট ও এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয় যুদ্ধবিমান রাফায়েলের ইস্যুতে। যার মধ্যে ৩৬ রাফায়েল এয়ারক্রাফ্ট সহ অনিল আম্বানির রিলায়েন্স এন্টারটেনমেন্টও চুক্তির একটি অংশে জায়গা করে নেয়। সেই চুক্তিতে রিলায়েন্সের সংস্থার তরফে একটি ফিল্ম প্রযোজনার প্রসঙ্গ উঠে আসে। যা নিঃসন্দেহে অবাক করার মত ঘটনা।

রাহুল গান্ধী বৃহস্পতিবারই স্মরণ করিয়ে দেন যে, রাফায়েল চুক্তি নিয়ে জেন্ট পার্লামেন্টারি কমিটির তদন্তের যে আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি দিয়েছেন তার ডেডলাইন আপাতত শেষ। এরপর ,এই চুক্তিতে রিলায়েন্স এন্টারটেনমেন্টের আসা ও পরবর্তীকালে রাফায়েলর চুক্তির অঙ্গ হিসাবে আম্বানিদের রিলায়েন্স ডিফেন্সের রিয়লায়েন্স এয়ারোস্পেসের নাম সামনে আসা নিয়ে তৈরি হয়েছে নয়া বিতর্ক। সেই বিতর্ক আরও খানিকটা উস্কে দিল রাহুলের এই নয়া টুইট।

English summary
Rahul Gandhi attacks Narendra Modi on rafael issue,says Globalised corruption.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X