For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিপদের দিনেও শ্রমিকদের থেকে ৪২৯ কোটি মুনাফা সরকারের! মোদীকে নিশানা রাহুলের

কেন্দ্রের মোদী সরকারের ওপর নিরন্তর আক্রমণ শানিয়ে যাচ্ছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শনিবার তাঁর সর্বশেষ আক্রমণ হল, মোদী সরকার গবিব বিরোধী।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রের মোদী সরকারের ওপর নিরন্তর আক্রমণ শানিয়ে যাচ্ছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শনিবার তাঁর সর্বশেষ আক্রমণ হল, মোদী সরকার গবিব বিরোধী। করোনা ভাইরাস নিয়ে বিপদের সময়েই কেন্দ্র গরিবদের মাধ্যমে কোটি কোটি টাকা লাভ করেছে। এই অভিযোগ নিয়েই আক্রমণ রাহুলের।

দিল্লিতে বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ, সামনে এল তথ্য! জবাব দিলেন মুকুলদিল্লিতে বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ, সামনে এল তথ্য! জবাব দিলেন মুকুল

শ্রমিক স্পেশাল ট্রেন নিয়ে টুইট রেলমন্ত্রকের

শ্রমিক স্পেশাল ট্রেন নিয়ে টুইট রেলমন্ত্রকের

এদিন শ্রমিক স্পেশাল ট্রেন নিয়ে টুইক করে রেলমন্ত্রক। সেখানে জানানো হয়, ৯ জুলাই পর্যন্ত শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়ে মন্ত্রকের লাভ হয়েছে ৪২৯.৯০ কোটি টাকা। ১ মে থেকে কেন্দ্র শ্রমিক স্পেশাল ট্রেন চালাতে শুরু করেছে।

কেন্দ্রকে আক্রমণ করে টুইট রাহুলের

কেন্দ্রকে আক্রমণ করে টুইট রাহুলের

এরপরেই কেন্দ্রকে আক্রমণ করে টুইট করেন রাহুল। তিনি বলেন, মানুষ বিপর্যস্ত। রোগের ভয়। সেই সময় লাভ সরকারের। গরিব বিরোধী সরকার বিপর্যয়কেই উপার্জনের পথ হিসেবে বেছে নিয়েছে।

রেলের খরচ হয়েছে ২৪০০ কোটি

রেলের খরচ হয়েছে ২৪০০ কোটি

নাম প্রকাশে অনিচ্ছুক রেলমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, শ্রমিক স্পেশাল ট্রেন চালাতে রেলের ব্যয় হয়েছে ২৪০০ কোটি টাকা। তার বদলেই ৪২৯.৯০ কোটি টাকা সরকারের ঘরে এসেছে। রেলমন্ত্রকের তরফে জুনে জানানো হয়েছিল শ্রমিক স্পেশাল ট্রেনে প্রত্যেকের খরচ পড়েছে ৬০০ টাকা করে। অন্যদিকে প্রত্যেকের জন্য সরকারের খরচ হয়েছে ৩৪০০ কোটি টাকা।

৬৩ লক্ষ যাত্রী পরিবহণ করেছে শ্রমিক স্পেশালগুলি

৬৩ লক্ষ যাত্রী পরিবহণ করেছে শ্রমিক স্পেশালগুলি

রেল তরফ থেকে জানানো হয়েছে, ১ মে নথেকে ৯ জুলাইয়ের মধ্যে ৪৪৯৬ টি শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়েছে সরকার। ৬৩ লক্ষ যাত্রী পরিবহণ করা হয়েছে।

English summary
Rahul Gandhi attacks Modi Govt for their 429.90 crore profit from Shramik Special trains
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X