For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আয়ের গ্যারান্টি, গরিবদের অ্যাকাউন্টে টাকা! লোকসভার লক্ষে মোদীকে পাল্টা দিলেন রাহুল

ন্যূনতম আয়ের গ্যারান্টি দিচ্ছে কংগ্রেস, গরিব মানুষের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেবে কংগ্রেস। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই বার্তা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

  • |
Google Oneindia Bengali News

ন্যূনতম আয়ের গ্যারান্টি দিচ্ছে কংগ্রেস, গরিব মানুষের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেবে কংগ্রেস। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই বার্তা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ইতিহাসে ভারতের মতো বড় দেশ এমন সিদ্ধান্ত নেয়নি। মোদী আক্রমণ করে রাহুল বলেন, মোদী ১৫ জনের অ্যাকাউন্টে টাকা দিলে, গরিবদের অ্যাকাউন্টে টাকা দেবে কংগ্রেস।

মোদী-শাহকে আক্রমণ

মোদী-শাহকে আক্রমণ

পাঁচ বছর পরও নরেন্দ্র মোদী আজও মন খুলে কিছু বলতে পারছেন না। দুর্নীতি মুক্ত নন বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। একইসঙ্গে কংগ্রেস সভাপতি বলেন ঘৃণা ছড়িয়ে দেশে শাসন চালানো যাবে না। চিনের কাছে হাত জোড় করলেন নিজের মন্ত্রীদের কথা শোনেন না মোদী। বিজেপির দিকে আক্রমণ শানাতে গিয়ে রাহু বলেন, অমিত শাহের দৃষ্টি ভঙ্গিতে দেশ হল পণ্য।

লোকসভা নির্বাচনের ঠিক আগে, কংগ্রেস তার কৌশল নিয়ে কাজ শুরু করে দিয়েছে। এদিন জওহরলাল নেহরু স্টেডিয়ামে কংগ্রেসের সংখ্যালঘু সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ এবং আরএসএসকে কড়া আক্রমণ করেন কংগ্রেস সভাপতি। সংখ্যালঘু ফ্রন্ট সম্মেলনে, দলের সভাপতি রাহুল বলেন, আজ নরেন্দ্র মোদির মুখে ভীতি আছে, তার মুখে ভয় পেয়েছে। রাহুল বলেন, মোদী বুঝতে পেরেছেন হিন্দু মধ্যে ঘৃণা ছড়িয়ে দেশ শাসন করা যায় না। কংগ্রেস সভাপতি বলেন, আগে বলা হয়েছিল মোদীর ৫৬ ইঞ্চি ছাতি। তিনি ১৫ বছর শাসন করবেন। কিন্তু আজ মোদীর সুনাম ফুরিয়ে গিয়েছে।

কংগ্রেস পরাজিত করবে

কংগ্রেস পরাজিত করবে

রাহুল গান্ধী বলেন, নরেন্দ্র মোদী তাঁর সততার নিদর্শন কংগ্রেস কর্মীদের সামনে রেখেছেন। ২০১৯-এর নির্বাচনে কংগ্রেস নরেন্দ্র মোদী, বিজেপি ও সংঘকে পরাজিত করবে।

দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামের সমাবেশে রাহুল বলেন, দেশের পাহারাদাররা আজ তাঁর ওপর রেগে গিয়েছেন। কেননা তিনি তাদের অবমাননা করছেন। রাহুল গান্ধী বলেন, দেশে আজ লড়াই হচ্ছে দুটি আদর্শের। একটি আদর্শ বলে দেশটা সবার আর অন্য আদর্শ বলে দেশটা একটি সম্প্রদায়ের। উদাহরণ দিতে গিয়ে
রাহুল গান্ধী বলেন, দেশের প্রথম শিক্ষামন্ত্রী মওলানা আজাদ ছিলেন মুসলিম আর দেশে মহাকাশা কর্মসূচির ভিত্তি স্থাপন করা বিক্রম সারাভাই ছিলেন জৈন সম্প্রদায়ের।

রিমোট কন্ট্রোল আর এসএস-এর হাতে

রিমোট কন্ট্রোল আর এসএস-এর হাতে

রাহুল গান্ধী বলেন, দেশে আর্থিক বৃদ্ধি নিয়ে কথা বলতে গেলে মনমোহন সিংকে নিয়ে বলতে হয়। কংগ্রেস সভাপতি বলেন দেশকে রাস্তা দেখাচ্ছে কংগ্রেস সরকারের রিমোট কন্ট্রোল আরএসএস-এর হাতে বলে অভিযোগ করেন রাহুল গান্ধী। তিনি বলেন, আরএসএস নাগপুর থেকে দেশ চালাতে চায়।

English summary
Rahul Gandhi attacks Modi, Amit Shah, RSS from his meeting in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X