For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরএসএস কখনও চায়না আদিবাসীদের উন্নয়ন, সংরক্ষণ নিয়ে ভাগবতদের সরাসরি আক্রমণ রাহুলের

আরএসএস কখনও চায়না আদিবাসীদের উন্নয়ন, সংরক্ষণ নিয়ে ভাগবতদের সরাসরি আক্রমণ রাহুলের

Google Oneindia Bengali News

আদিবাসী এবং দলিতরা এগিয়ে যাক সমাজে চায় না আরএসএস। মোহনভাগবতদের সরাসরি আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তারা কখনও তফশিলি জাতি এবং উপজাতির সংরক্ষণ হতে দিতে চায় না। তাই এই সংরক্ষণ মামলারও কোনওদিন অবসান হতে দেবেন না তাঁরা। এমনই অভিযোগ করেছেন রাহুল গান্ধী।

সংরক্ষণের বিরোধী আরএসএস

সংরক্ষণের বিরোধী আরএসএস

সংরক্ষণ হতে দিতে চায় না আরএসএস। আদিবাসী, দলিতদের উন্নয়ন হোক সেটা চায় না তারা। এটাই মোদী এবং মোহন ভাগবতদের স্বপ্ন। যাতে সরকারি চাকরি তারা করতে না পারে সেকারণেই তারা সচেষ্ট থাকবেন বলে আক্রমণ করেছেন মোদী।

সুপ্রিম কোর্টে নির্দেশ

সুপ্রিম কোর্টে নির্দেশ

আগেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে সরকারি চাকরিতে পদোন্নতির জন্য সংরক্ষণ কার্যকর হবে না। কর্মযোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে পদোন্নতি হবে। কাজেই এক্ষেত্রে কোনও রাজ্য সরকারকে সংরক্ষণের দোহাই দিয়ে পদোন্নতিতে বাধ্য করা যাবে না।

বিজেপি চায় না সংরক্ষণ

বিজেপি চায় না সংরক্ষণ

বিজেপি সরকারি চাকরিতে তফশিলি, জাতি উপজাতিদের সংরক্ষণ হতে দিতে চায় না বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী। সেকারণেই আদালতে মামলা করেছে তারা। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে কংগ্রেস কখনও একমত হবে না বলে জানিয়েছে কংগ্রেস।

English summary
Rahul Gandhi attack BJP RSS on SC, ST reservation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X