For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় বিজেপির বাড়বাড়ন্ত কীভাবে? তৃণমূল সাংসদদের কাছে জানতে চাইলেন রাহুল গান্ধী

Google Oneindia Bengali News

বাংলায় বিজেপির বাড়বাড়ন্ত কীভাবে? তৃণমূল সাংসদদের কাছে জানতে চাইলেন রাহুল গান্ধী
নয়াদিল্লি, ১২ জুন : হতেই পারে মাঝপথেই ইউপিএ সরকারের হাত ছেড়ে বেরিয়ে এসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হতেই পারে এখন জোট ভঙ্গের তিক্ততার জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি আলাপচারিতায় এখন দেখা যায় না তাঁকে। তার মানে এই নয় যে বাংলারা রাজনীতি প্রসঙ্গে ন্যূনতম আগ্রহটাও হারিয়েছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। তাই তো বাংলায় কংগ্রেস জোটহীন তৃণমূলের একক সাফল্যের পাশাপাশি হঠাৎ করে গজিয়ে ওঠা 'বঙ্গ-কমলে' বেশ উদ্বিগ্ন তিনি।

আর তাই তো বুধবার লোকসভায় বিরোধী আসনে তৃণমূল দুই সাংসদ সৌগত রায় এবং কাকলি ঘোষদস্তিদারের কাছে এগিয়ে গেলেন। পাশে বসে প্রায় মিনিট ৪৫ কথা বললেন দুই তৃণমূল সাংসদের সঙ্গে।

কিন্তু কী এত আলোচনা করলেন তৃণমূলের দুই প্রবীন সাংসদের সঙ্গে। সূত্রের খবর অনুযায়ী, এদিন কংগ্রেস-তৃণমূলের আলোচনার বিষয় ছিল বিজেপি। কীভাবে আচমকা বাংলায় বিজেপির উত্থান তাই ছিল এই আলোচনার মুখ্য বিষয়।

২০১৪ লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পাশাপাশি বিজেপির পক্ষে বিপুল জনমতে তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছে। একক সংখ্যাগরিষ্ঠতা মিলবে কী মিলবে না সে নিয়ে সংশয় থাকলেও এনডিএ সরকার যে এবার কেন্দ্রে বসবে সে নিয়ে কোনও দ্বিমত ছিল না।

প্রায় ৪৫ মিনিট তৃণমূল সাংসদ সৌগত রায় ও কাকলি ঘোষদস্তিদারের সঙ্গে কথা বলেন রাহুল

বাংলায় এতদিন তৃণমূল কংগ্রেস আর বামেদের মধ্যেই ছিল মূল বিরোধীতা। গোটা ছবিতে বিজেপি কোথাও ছিল না। গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে শুধুমাত্র পাহাড়ের একটি আসন নিয়ে ছিল বিজেপি। বাংলার রাজনৈতিক পটভূমিতেও কোনও উপস্থিতিই ছিল না পদ্ম দলের। কিন্তু এবারের লোকসভা ভোটে যে শুধু নিজেদের দার্জিলিং আসনটি অক্ষত রেখেছে বিজেপি তাই নয়, উপরন্তু আসানসোলে আরও একটি আসনেও জিতেছে। ফলে বাংলায় আপাতত গত বছরের তুলনায় দ্বিগুণ আসন পেয়েছে বিজেপি। এখানেও শেষ নয়, ভোট ভাগের হার ৬ শতাংশ থেকে টেনে ১৭ শতাংশে নিয়ে এসেছে তারা।

ফলে স্বভাবতই বাংলার রাজনীতিতে আচমকাই ঢুকে পড়েছে বিজেপি। এখন তো যা পরিস্থিতি, বাংলায় সিপিএম-তৃণমূল সংঘর্ষ লুপ্তপ্রায় হয়ে সেখান জায়গা করে নিচ্ছে বিজেপি-তৃণণূল সংঘর্ষ। কিন্তু হঠাৎ এমনটা হল কী করে।এই প্রশ্নের উত্তর খোঁজাই চেষ্টা করছিলেন রাহুল গান্ধী। এছাড়াও বেশে কিছু হাল্কা মেজাজের আলোচনাও এই ত্রয়ী করেন বলে সূত্রের তরফে খবর।

English summary
Rahul Gandhi asks TMC MPs about the sudden growth of BJP in Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X