For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় ভূখণ্ড দখল করেছে চিন? রাজনাথ সিংকে প্রশ্ন রাহুল গান্ধীর, লাদাখ নিয়ে ক্রমেই বাড়ছে জল্পনা

Google Oneindia Bengali News

ভারত-চিন সীমান্ত সমস্যা নিয়ে শুরু হয়েছএ জোর রাজনৈতিক তরজা। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে পরপর তোপ দেগেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার পরিপ্রেক্ষিতে সোমবার রাহুলকে তোপ দেগেছিলেন রাজনাথ সিং। আর সেই তোপের জবাবে ফের প্রশ্নবাণ ছুঁড়ে দিলেন রাহুল।

রাজনাথ সিংয়ের উদ্দেশে রাহুলের প্রশ্ন

রাজনাথ সিংয়ের উদ্দেশে রাহুলের প্রশ্ন

এদিন ফের রাজনাথ সিংয়ের উদ্দেশে রাহুল প্রশ্ন করেন, 'যখন রাজনাথ সিং হাতের প্রতীককে তুলে ধরে মন্তব্য করলেনই, তখন আমি তাঁর থেকে স্পষ্ট ভাবে জানতে চাই, তিনি কি ভারতবাসীকে আস্বস্ত করতে পারবেন যে চিন ভআরতীয় ভূখণ্ড দখল করেনি?'

 সামরিক ও কূটনৈতিক স্তরে চিনের সঙ্গে কথা হয়েছে

সামরিক ও কূটনৈতিক স্তরে চিনের সঙ্গে কথা হয়েছে

সোমবার মহারাষ্ট্র জনসংবাদ সভায় ভাষণ দিতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, 'দীর্ঘ সময়ের জন্য ভারত ও চিনের মধ্যে সীমান্ত নিয়ে বিতর্ক চলছে। আমরা যত দ্রুত সম্ভব এর সমাধান করতে চাইছি। সামরিক ও কূটনৈতিক স্তরে চিনের সঙ্গে কথা হয়েছে। ৬ জুন তাদের সঙ্গে যে আলোচনা হয়েছে তা অত্যন্ত ইতিবাচক। এই সমস্যা সমাধানে উভয় দেশই নিজেদের মধ্যে আলোচনা বজায় রাখতে সম্মতি দিয়েছে।'

রাহুলকে রাজনাথের কটাক্ষ

রাহুলকে রাজনাথের কটাক্ষ

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কিছু বিরোধী নেতা ভারত-চিন সীমান্তে কী ঘটছে সে সম্পর্কে সরকারের স্পষ্টতা চেয়েছিলেন। সেই প্রসঙ্গে আজকের ভার্চুয়াল জনসভায় তিনি জানান, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ভারতের গর্বের সঙ্গে কোনওরকম আপোস করবে না। পাশাপাশি রাহুলকে কটাক্ষ করে রাজনাথ বলেছিলেন, 'যখন হাতে ব্যথা হয় তখন তার চিকিৎসা করুন, তবে যদি হাত নিজেই ব্যথা পেতে চায় তাহলে কী করা যাবে।'

রাহুলকে রাজনাথের পরামর্শ

রাহুলকে রাজনাথের পরামর্শ

রাজনাথ বলেন, 'আমি মানুষকে নিশ্চিত করে বলতে চাই, দেশের নেতৃত্ব বলিষ্ঠ হাতেই আছে। আমরা ভারতের গর্ব ও মর্যাদার সঙ্গে কোনওরকম আপোস করব না। দেশের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে আমি একটা কথা বলতে চাই। আমার যদি কিছু বলার থাকে তাহলে তা আমি পার্লামেন্টের ভিতরেই বলব। মানুষকে বিভ্রান্ত করব না।'

<strong>পরিযায়ীদের চিহ্নিত করে বাড়ি পাঠানোর নির্দেশ রাজ্যগুলিকে! ১৫ দিনের আল্টিমেটাম দিল সুপ্রিমকোর্ট</strong>পরিযায়ীদের চিহ্নিত করে বাড়ি পাঠানোর নির্দেশ রাজ্যগুলিকে! ১৫ দিনের আল্টিমেটাম দিল সুপ্রিমকোর্ট

English summary
Rahul gandhi asks Rajnath Singh, Have the Chinese occupied Indian territory in Ladakh?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X