For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একাধিক রাজ্যে করোনা টিকার আকাল, রফতানি বন্ধের দাবিতে মোদীর উদ্দেশে প্রশ্নবাণ রাহুলের

Google Oneindia Bengali News

প্রতিদিনই করোনা সংক্রমণের নতুন নতুন রেকর্ড গড়ছে ভারত। এই আবহে বিভিন্ন রাজ্যে করোনা টিকার আকাল দেখা দিয়েছে। এই আবহে টিটাকরণ নিয়ে কেন্দ্রের নীতিকে ফের একবার তোপ দাগলেন রাহুল গান্ধী। শুক্রবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, যখন ডোজের অভাবে দেশবাসীর সকলের করোনার টিকাকরণ সম্ভব হচ্ছে না, তখন বিদেশে টিকা রফতানি কতটা যুক্তিযুক্ত?

দেশের নানা প্রান্তে টিকার যে অভাব দেখা দিয়েছে

দেশের নানা প্রান্তে টিকার যে অভাব দেখা দিয়েছে

রাহুল গান্ধীর মতে, দেশের নানা প্রান্তে টিকার যে অভাব দেখা দিয়েছে, তা অত্যন্ত গুরুতর সমস্য়া৷ এদিন এই বিষয়ে টুইটারে সরব হন রাহুল৷ সেখানে তিনি লেখেন, 'করোনা অতিমারীতে টিকার অভাব একটি অত্যন্ত গুরুতর সমস্য়া৷ এটা মোটেও উৎসবের সময় নয়৷' শুক্রবার হিন্দিতে টুইট করে এ নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি৷

বিদেশে টিকা রফতানি কি আদৌ সঠিক পদক্ষেপ?

বিদেশে টিকা রফতানি কি আদৌ সঠিক পদক্ষেপ?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা কেন্দ্রের কাছে রাহুলের প্রশ্ন, 'দেশের মানুষের জীবন বিপন্ন করে বিদেশে টিকা রফতানি কি আদৌ সঠিক পদক্ষেপ? কেন্দ্রের উচিত পক্ষপাতিত্ব না করে প্রত্য়েকটি রাজ্যকে যথেষ্ট পরিমাণে করোনার টিকা সরবরাহ করা৷ আমাদের সকলকে একসঙ্গে এই অতিমারির মোকাবিলা করতে হবে এবং একে হারাতে হবে৷' বিদেশে টিকা রফতানি বন্ধের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দিলেন রাহুল৷

'টিকা উৎসব' পালনের ডাক মোদীর

'টিকা উৎসব' পালনের ডাক মোদীর

উল্লেখ্য, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, আগামী ১১ থেকে ১৪ এপ্রিল প্রতিটি রাজ্য়ের 'টিকা উৎসব' পালন করা উচিত৷ যাতে টিকার সর্বাধিক ও যথাযথ ব্য়বহার সম্ভব হয়৷ এদিকে, টিকার অভাবে মহারাষ্ট্রের অবস্থা ক্রমশ শোচনীয় হয়ে উঠেছে৷ মুম্বই, পুণের মতো করোনাপ্রবণ শহরগুলিতে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক টিকাকরণ কেন্দ্র৷

করোনা ভ্যাকসিনের অভাবে টিকাকরণ বন্ধ মহারাষ্ট্রে

করোনা ভ্যাকসিনের অভাবে টিকাকরণ বন্ধ মহারাষ্ট্রে

মহারাষ্ট্রের দাবি, কেন্দ্রীয় সরকার নতুন করে টিকা না পাঠালে তাদের পক্ষে আর বন্ধ হয়ে যাওয়া কেন্দ্রগুলি খোলা সম্ভব নয়৷ অন্যদিকে কেন্দ্রের দাবি, টিকার অভাবের যুক্তি সঠিক নয়৷ এমনকী স্বাস্থ্য মন্ত্রকের পাল্টা অভিযোগ, রাজ্য় সরকারের ব্যর্থতার জন্যই টিকা নিয়ে সমস্য়া তৈরি হয়েছে৷ আর এই দড়ি টানাটানির মাঝে পড়ে সঙ্কট বাড়ছে আমজনতার৷

'দেশের প্রয়োজন মিটিয়ে তবেই বিদেশে টিকা সরবরাহ করা উচিত'

'দেশের প্রয়োজন মিটিয়ে তবেই বিদেশে টিকা সরবরাহ করা উচিত'

এহেন পরিস্থিতিতে রাহুল গান্ধীর বার্তা, মহামারীর আবহে এমন পরিস্থিতি কখনই কাম্য নয়৷ তাঁর মতে, দেশের প্রত্যেকটি রাজ্য যাতে প্রয়োজন মাফিক টিকার ডোজ পায়, তা নিশ্চিত করতে হবে কেন্দ্রকে৷ রাহুলের ইঙ্গিত, দেশের প্রয়োজন মিটিয়ে তবেই বিদেশে টিকা সরবরাহের কথা ভাবা যেতে পারে৷

English summary
Rahul Gandhi asks PM Narendra Modi to stop Coronavirus vaccine export amid case surge and lack of dose
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X