For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীকে দেশের 'রাজা' উল্লেখ করে ১০ প্রশ্ন রাহুলের! জানেন সেগুলি কি?

একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানালেন রাহুল গান্ধী। গত কয়েকদিন আগে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, টাকার দামের পতন, জিএসটি সহ একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে রীতিমত তোপ দাগেন তিনি। এবার সেই ইস্যুকে তু

  • |
Google Oneindia Bengali News

একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানালেন রাহুল গান্ধী। গত কয়েকদিন আগে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, টাকার দামের পতন, জিএসটি সহ একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে রীতিমত তোপ দাগেন তিনি। এবার সেই ইস্যুকে তুলে এনে ফের একবার সরকারকে এখাত রাহুল গান্ধীর।

মোদীকে দেশের রাজা উল্লেখ করে ১০ প্রশ্ন রাহুলের!

শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মোদীকে ১০টি প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে এই ১০ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ওই পোস্টে প্রধানমন্ত্রী মোদীকে দেশের রাজা বলে উল্লেখ করেছেন

পোস্টে রাহুল লিখেছেন, '' মরশুম অধিবেশনে আমরা প্রধানমন্ত্রীর সাথে জনগণের সমস্যা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম''। মানুষের বেশ কিছু প্রশ্ন ছিল। যা প্রধানমন্ত্রী এবং তাঁর সরকারকে দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি স্বৈরচারী হয়ে উঠেছেন বলে টুইট রাহুল গান্ধীর। শুধু তাই নয়, প্রশ্ন করায় প্রধানমন্ত্রী এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে ৫৭ জন সাংসদকে গ্রেফতার এবং ২৩ জনকে সাসপেন্ড করা হয়েছে বলে দাবি তাঁর।

আর তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ১০টি প্রশ্ন মোদীকে ছুঁড়ে দিয়েছেন রাহুল। পোস্টের সঙ্গে তিনি লিখেছেন, যে প্রশ্নগুলি করতে দেওয়া হয়নি আর তা এখানেই করতে চাই 'রাজা'কে। আর এরপরেই ১০ টি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন রাহুল।

তিনি লিখেছেন, ৪৫ বছরে আজ সবথেকে বেশি বেকারত্বের হার কেন। দুই কোটি চাকরি দেওয়া কি হল? দই-শস্যের মতো নিত্যদিনের খাদ্যদ্রব্যের ওপর জিএসটি আরোপ করে কেন জনগণের কাছ থেকে দুবেলা রোটি ছিনিয়ে নেওয়া হচ্ছে প্রশ্ন রাহুলের। পেট্রোল-ডিজেল এবং গ্যাসের দাম আকাশ ছোঁয়া! কবে স্বস্তি পাওয়া যাবে।

এমনই ১০টি প্রশ্ন রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে ছুঁড়ে দিয়েছেন। আর এই প্রশ্ন নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।

তবে রাহুল বলছেন, প্রশ্নে'র তালিকা আরও লম্বা হতে প্রত। কিন্তু প্রধানমন্ত্রী আগে এই ১০ প্রশ্নের জবাব আগে দিয়ে দিন। কংগ্রেস দলকে ভয় দেখিয়ে ঠেকানো যাবে না! আমরা জনগণের কণ্ঠস্বর এবং তাদের সমস্যাগুলি উত্থাপন করতে থাকব বলে হুঁশিয়ারি রাহুল গান্ধীর।

English summary
Rahul Gandhi asks 10 question calling Narendra Modi desh ki raja
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X